নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০জন জন মহিলা তালিকায় স্থান পেয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ,বায়োকন এর প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শাহ প্রমুখরা।ফোর্বসের এই ক্ষমতাশালী মহিলাদের তালিকা

তৃতীয় স্থানে রয়েছেন পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।এই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিষ্টিনা লগার্দে ।

বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন‌ফোর্বসের এই ক্ষমতাশালী মহিলাদের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে ভারতীয় মহিলাদের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রয়েছেন সবার উপরে। এই তালিকায় তার স্থান ৪১ তম স্থানে। এ ছাড়া রয়েছেন এইচসিএল কর্পোরেশন এর সিইও রোশনী নাদার মালহোত্রা, তিনি রয়েছেন ৫৫ নম্বর স্থানে।

অন্যদিকে সেলফমেড মহিলা শিল্পপতি হিসেবে পরিচিত কিরণ মজুমদার শাহ রয়েছেন ৬৮ নম্বর স্থানে। তার সংস্থা বায়োকন এশিয়ার অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী সংস্থা। আর ল্যান্ডমার্ক গোষ্ঠীর চেয়ারপারসন রেনুকা জাগতিয়ানির স্থান ৯৮।

গত ১০ বছর ধরে এই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলে। ১০০ জন ক্ষমতাশালী মহিলার এই তালিকায় অন্যবার সোনিয়া গান্ধীর নাম থাকলেও এবারে তার নাম নেই। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কিছুটা পিছিয়ে গেলেও এবারে তিনি রয়েছেন ৩৯ তম স্থানে।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।