পানাজি: গোয়ায় জমে উঠেছে আইএসএলের সপ্তম সংস্করণ। আইএসএলের ২৩তম ম্যাচে বৃহস্পতিবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। ভাস্কোর তিলক ময়দানে সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ।

গত ম্যাচে এটিকে-মোহনবাগানকে হারানো জামশেদপুর এফসি’র বিরুদ্ধে রবি ফাওলারের দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা ছিল। প্রথম একাদশ প্রকাশিত হতে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল। যদিও ফর্মেশনে বদল আনেননি লিভারপুল লেজেন্ড। নর্থ-ইস্ট ম্যাচের প্রথম একাদশে ৪টি পরিবর্তন এনে ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে দল সাজিয়েছেন রবি ফাওলার। তেকাঠির নীচে দেবজিত প্রথম তিন ম্যাচ ভালো খেললেও আজ দেবজিতে পরিবর্তে মাঠে নামছেন শংকর রায়।

৩-৪-২-১ ফর্মেশনে থ্রি-ম্যান ডিফেন্স অপরিবর্তিত থাকলেও মাজমাঠে মাত্তি স্টেইনম্যানের পাশে শুরু করবেন অভিজ্ঞ ইউজেনসন লিংদো। গত ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। রাইট উইং-হাফে সুরচন্দ্র সিং’য়ের পরিবর্তে জামশেদপুরের বিরুদ্ধে শুরু করতে চলেছেন মহম্মদ রফিক। আপফ্রনেটে বলবন্তের পরিবর্তে টুর্নামেন্টে প্রথমাবার প্রথম একাদশে শুরু করতে চলেছেন জেজে লালপেখলুয়া। বাকি দল অপরিবর্তিত।

অন্যদিকে জামশেদপুর একাদশে মাত্র একটি পরিবর্তন। লেফট-উইংয়ে জ্যাকিচাঁদ সিং’য়ের পরিবর্তে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু করছেন অনিকেত যাদব।

একনজরে ইস্টবেঙ্গল একাদশ: শংকর রায় (গোলরক্ষক), স্কট নেভিল, শেহনাজ সিং, মহম্মদ ইরশাদ, মাত্তি স্টেইনম্যান, ইউজেনসন লিংদো, মহম্মদ রফিক, নারায়ণ দাস, অ্যান্থনি পিলকিংটন, জ্যাকুয়েস ম্যাঘোমা এবং জেজে লালপেখলুয়া।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।