মমতা সরকারের রিপোর্ট কার্ড পেশে বিজেপিকে নিশানায় রেখে হিসেব কষে তোপ ফিরহাদের! হিন্দিতে হাইভোল্টেজ বার্তা
বিজেপিই যে তৃণমূলের মূল প্রতিপক্ষ ২০২১ সম্মুখ সমরে, তা ফের একবার এদিন বুঝিয়ে দিলেন মেয়র তথা তৃণমূল সরকারের পোক্ত সৈনিক ফিরহাদ হাকিম। এদিন তিনি রাজ্যের ,শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের সম্পর্কে বলতে গিয়ে বিজেপিকে ঝাঁঝালো তোপে বিদ্ধ করেন।

হিন্দিতে বার্তা ও ফিরহাদ স্ট্র্যাটেজি
মূলত, এদিন পরিযায়ী শ্রমিকদের জন্য এই লকডাউনে মমতা বন্দ্যপাধ্যায়ের সরকার কী কী সিদ্ধান্ত নিয়েছে বা প্রকল্প নিয়েছে, তার খতিয়ান দেন ফিরহাদ হাকিম। বাংলায় যে হিন্দি বলয়কে বিজেপি নিজের পক্ষে রাখতে চাইছে, সেই হিন্দিবলয়কে টার্গেট করে এদিন হিন্দিতে বক্তব্য রাখেন ফিরহাদ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও প্রকল্প
ফিরহাদ হাকিম জানান দেন, অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের ১ কেটি ৩০ লাখ টাকার মেডিক্যাল থেকে অ্যাক্সিডেন্টাল প্রকল্প কীভাবে সাহায্য করছে। তিনি বলেন, ঘণ্টা বাজিয়ে, আলো জ্বালিয়ে যেভাবে অবৈজ্ঞানিকভাবে লকডাউন হয়েছিল, তাতে কোনও পরিকল্পনা ছিল না।

স্নেহের পরশ স্কিম
পরিযায়ীদের বাঁচিয়ে রাখতে তাই স্নেহের পরশ স্কিম। ফিরহাদ হাকিম বলেন, 'এক বড় বোন ছোট ভাইরে প্রতি দান,... গরীব সরকার আমরা, তাই পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশন, ১ হাজার করে টাকা, ১০০ দিনের কাজ দেওয়া হয়েছে। '

পেনশন
ফিরহাদ বলেন, ১০ হাজার ৯৩৯ টাকার পেনশেন শুরু করে মমতা সরকার আজ ১৭ লক্ষ৩০ হাজার মানুষ পেনশন পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০ হাজার টাকার ওয়ান টাইম গ্র্যান্ট করেছে মমতা সরকার।লকডাউনে কারখানায় বন্ধ যাঁদের তাঁদের জন্য, সমর্থন স্কিম । 'কাউকে না খেতে দিয়ে মরতে দেব না আমরা' এই অঙ্গীকার নিয়ে মমতা একের পর এক স্কিম তৈরি করেছেন বলে বার্তা ফিরহাদের। পুজো ও ইদে দেড় হাজার টাকা বোনাসের কথাও তিনি জানান। তিনি বলেন, বাংলায় যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সবাই, তার জন্যই মমতা সরকারের পদক্ষেপ।