কলকাতা: ডায়মন্ডহারবারের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্য প্রশাসনকে তুলোধনা রাজ্যপালের। টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ধনকড় লেখেন, ‘‘অরাজকতা ও অনাচারের উদ্বেগজনক এই তথ্যে উদ্বিগ্ন। রাজনৈতিক পুলিশের সহযোগিতায় শাসকদলের ক্যাডাররা বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে।’’

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ডহারবার সফরে দফায়-দফায় অবরোধ, হামলা। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে একের পর এক গাড়ি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে কাচের বোতল ছুড়ে মারা হয়েছে। গাড়ির কাচ ভেঙে টুকরো লেগে জখম দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। ভাঙচুর করা হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরার গাড়িও।

যত কান্ড-শিরাকোলে। বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডায়মন্ডহারবারে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার সঙ্গেই অন্য গাড়িতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ, কৈলাীশ বিজয়বর্গীয়, অনুপম হাজরারা। শিরাকোলে কনভয় পৌঁছোতেই রাস্তার দুধার থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। জেপি নাড্ডার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। এরই মধ্যে পরপর গাড়ির কাচে ধেয়ে আসে ইট, কাচের বোতল।

একের পর এক গাড়িতে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কাচের বোতলের টুকরো লেগে জখম হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। চোট পেয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়ও। এদিকে, শিরাকোলে নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্য পুলিশকে তুলোধনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

টুইটে রাজ্যের শাসকদল তৃণমূল ও পুলিশ প্রশাসনকে দুষে তিনি লিখেছেন, ‘‘অরাজকতা ও অনাচারের উদ্বেগজনক এই তথ্যে উদ্বিগ্ন। রাজনৈতিক পুলিশের সহযোগিতায় শাসকদলের ক্যাডাররা বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে। সকালেই মুখ্যসচিব ও ডিজি-কে সতর্ক করেছিলাম। তা সত্ত্বেও এই ঘটনা আইনশৃঙ্খলার পরিস্থিতিতে ধস নামার ইঙ্গিত দেয়।’’

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।