চেন্নাই, আহমেদাবাদ ও পুনেতে হবে ভারত-ইংল্যান্ড মহারণ, কবে কবে ম্যাচ জেনে নিন
জানুয়ারিতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে মোকাবিলা শুরু হবে। ইংল্যান্ডের ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। একই সূচি প্রকাশ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। দুই দেশের মধ্যে চার ম্যাচের টেস্ট, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে। কোন কোন মাঠে কবে কবে ম্যাচ, তা দেখে নেওয়া যাক এক নজরে।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু সফর
২০২১ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের ভারত সফর শুরু হচ্ছে। ওই দিন দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ থেকে দুই দলের মধ্যে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ খেলা হবে।

কোন কোন মাঠে ম্যাচ
ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম দুটি টেস্ট ম্যাচ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে তৃতীয় টেস্ট হবে আহমেদাবাদের পুনর্নির্মিত মোতেরা স্টেডিয়ামে। একই মাঠে দুই দলের মধ্যে চতুর্থ টেস্টও অনুষ্ঠিত হব। তবে শেষ ম্যাচটি হবে লাল বলের ফর্ম্যাটে।

টি-টোয়েন্টি সিরিজ
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০২১ সালের ১২ মার্চ। ১৪, ১৬, ১৮ এবং ২০ মার্চ যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে আহমেদাবাদের পুনর্নির্মিত মোতেরা স্টেডিয়ামে।

ওয়ান ডে সিরিজ
টেস্ট এবং টি-টোয়েন্টি ছাড়াও ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ২০২১ সালের ২৩, ২৬ এবং ২৮ মার্চ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

কী বললেন শাহ
দুই দেশের ক্রিকেটারদের স্বাস্থ্য় এবং সুরক্ষার কথা ভেবেই সীমিত সংখ্যক মাঠে ভারত ও ইংল্যান্ডের সিরিজ আয়োজন করার ভাবনা বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। অন্যদিকে এক লাখ দশ হাজারি মোতরা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও টম হ্যারিসন।
আইপিএল ২০২১-এ কি নতুন ২ দলের অন্তর্ভূক্তি সম্ভব? কী জানাল বিসিসিআই?