• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মেলবোর্নে বসে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট দেখবেন কত দর্শক?

  • |

মেলবোর্নে অনুষ্ঠিত হত চলা বক্সিং ডে টেস্টে দর্শক সংখ্যা বাড়ানোর অনুমতি দিল প্রশাসন। যদিও করোনা ভাইরাসের আবহ সেই সংখ্যাও সীমিত করে দেওয়া হয়েছে। স্টেডিয়ামে গুনে গুনে দর্শক ঢোকানোর নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভিক্টোরিয়া প্রশাসন।

৩০ হাজার দর্শক

৩০ হাজার দর্শক

বৃহস্পতিবার ভিক্টোরিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলা বক্সিং ডে টেস্টের প্রতিদিন ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। এ সংক্রান্ত নিজেদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে অস্ট্রেলিয়া সরকার।

আগে কী ঠিক হয়েছিল

আগে কী ঠিক হয়েছিল

করোনা ভাইরাসের আবহে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন ২৫ হাজার দর্শককে বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার প্রাথমিক অনুমতি দিয়েছিল ভিক্টোরিয়া প্রশাসন। অতিমারীর প্রভাব কমে যাওয়ায় তারা নিজেদের পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। বক্সিং ডে টেস্টের প্রতিদিনের দর্শক সংখ্যা আরও পাঁচ হাজার বাড়ানো হয়েছে। গত ৪০ দিনে অস্ট্রেলিয়ায় নতুন করে কোনও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে খবর।

মোট দর্শক ধারণ ক্ষমতা

মোট দর্শক ধারণ ক্ষমতা

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একসঙ্গ এক লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন। করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে প্রতিদিনের দর্শক সংখ্যা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ম্যাচ।

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট

১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। অ্যাডিলেড ওভালে দিন-রাতের এই টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। এই ম্যাচে প্রতিদিন ২৭ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন বলে অস্ট্রেলিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে।

English summary
30 thousands fans per day will allow Boxing Day test match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X