• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফের ছোট ঘটনার তত্ত্ব! শিরাকোলে কিছুই হয়নি, গুণ্ডাদের নিরাপত্তা দিয়েছে কেন্দ্র, বললেন মুখ্যমন্ত্রী

  • |

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) মুখে ফের ছোট ঘটনার তত্ত্ব। এদিন সকালে ডায়মন্ডহারবার যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (jp nadda) কনভয়ে হামলা হয়। একের পর এক গাড়িতে ইট ও পাথর বৃষ্টি চলে। যা নিয়ে এদিন শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

গুণ্ডাদের নিরাপত্তা দিয়েছে কেন্দ্র

গুণ্ডাদের নিরাপত্তা দিয়েছে কেন্দ্র

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন গুণ্ডাদের নিরাপত্তা দিয়েছেন কেন্দ্র। যাঁদের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাঁদের সম্পর্কে রাজ্যকে জানানো হয় না বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি গুণ্ডামি ভালবাসেন না। গ্রামে বাইরের কাউকে ঢুকতে দেখলেই, পুলিশে ডায়েরি করার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূলের থেকে তিনি, বিরোধীদের সম্মান দেন বেশি। একইসঙ্গে তাঁর অভিযোগ, যতবার তিনি দিল্লি যান, ততবার বিজেপি তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

শিরাকোলের ঘটনা, ছোট ঘটনা

শিরাকোলের ঘটনা, ছোট ঘটনা

রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, নাড্ডার কনভয়ে কিছুই হয়নি। যা হয়েছে কনভয়ের শেষের দিকের গাড়িতে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে কী হয়েছে। এদিন বিকেলে সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। মেয়োরোডে কৃষি আইন বিরোধী তৃণমূলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে তৃণণূলের কর্মসূচি ছিল। কিন্তু বিজেপি এই কর্মসূচির জন্য তা তারা পরে করেন। তিনি বলেন, শিরাকোলে কিছুই হয়নি। ছোট ঘটনা, কনভয়ের গাড়ি কাউকে ধাক্কা মারার ফলেই এই ঘটনা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আগেও মুখ্যমন্ত্রীর মুখে ছোট ঘটনার তত্ত্ব

আগেও মুখ্যমন্ত্রীর মুখে ছোট ঘটনার তত্ত্ব

২০১৪ সালের সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকেছিল। পড়ুয়াদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ। যার জেরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, একটা ছোট ঘটনা ঘটলেও তিলকে তাল করে দেখানো হচ্ছে।

পার্কস্ট্রিটের ঘটনা ছিল সাজানো

পার্কস্ট্রিটের ঘটনা ছিল সাজানো

২০১২ সালে এক রাতে পার্কস্ট্রিটে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই সময় শহরের নিরাপত্তা নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় প্রধান অভিযুক্ত কাদের খান। সেই সময় পার্কস্ট্রিটের ঘটনাকে সাজানো ঘটনা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়গঞ্জে শিক্ষক নিগ্রহও ছিল ছোট ঘটনা

রায়গঞ্জে শিক্ষক নিগ্রহও ছিল ছোট ঘটনা

রাজ্যে পালা বদলের পরে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিগ্রহ করায় অভিযুক্ত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। বিষয়টিকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দিলেও মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ছোট ছেলে মেয়েরা ভুল করে ফেলেছে। ছোট ঘটনাকে নিয়ে তিলকে তার করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রেলে হামলাও ছিল ছোট ঘটনা

রেলে হামলাও ছিল ছোট ঘটনা

সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে নিয়ে গত ডিসেম্বরে পরপর চারদিন একের পর স্টেশনে হামলা হয়। ট্রেন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্টেশনে স্টেশন মাস্টারের ঘরে লুটপাট চলে। সেই তালিকায় ছিল মালদহের ভালুকা, হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের কৃষ্ণপুর এবং দক্ষিণ ২৪ পরগনার আকড়া। এছাড়াও ছিল আরও স্টেশন। স্টেশনগুলিতে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলে এই হামলায় ক্ষতির পরিমাণ যথাক্রমে ছিল ২৫০ এবং ১৬ কোটি টাকা। এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেছিলেন, সম্পত্তি রক্ষার দায়িত্ব রেলপুলিশের। রাজ্য পুলিশ সাহায্য করে মাত্র। সঙ্গে মুখ্যমন্ত্রী যোগ করেন, দুটি ছোট ছোট ঘটনা ঘটেছে।

অমিত শাহ এবার নাড্ডার কনভয়ে হামলা নিয়ে ময়দানে! কোমর কষতে শুরু করল 'চাণক্য' সহ গোটা বিজেপি

English summary
Incident in Shirakol is a small, Mamata Banerjee tells TMC's programme in Mayo road.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X