• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ব্যাট-বলে অধিনায়ক শাহবাজের ক্যারিশমায় বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ তপন মেমোরিয়ালের, হার মোহনবাগানের

অসুস্থ হয়েও ব্যাটে-বলে কামাল করলেন শাহবাজ আহমদ। তাঁর অধিনায়কোচিত পারফরম্যান্সে প্রথম বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হল তপন মেমোরিয়াল। টুর্নামন্টের ফাইনালে ৩৩ রানে হার হজম করতে হল মোহনবাগানকে। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার কিছুটা লড়লেও বাকিরা সেভাবে প্রতিরোধ গড়তে না পারার কারণেই যে এই হার, তা মেনে নিচ্ছে সবুজ-মেরুন শিবির।

ব্যাট-বলে অধিনায়ক শাহবাজের ক্যারিশমায় বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ তপন মেমোরিয়ালের, হার মোহনবাগানের

বুধবার ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে আগে ব্যাট করতে নেমেছিল তপন মেমোরিয়াল ক্লাব। শুরুটা খুব একটা ভাল হয়নি তাদের। মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ক্লাব। তবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেল দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান শাহবাজ আহমেদ। ৪১ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দুটি চার ও চারটি ছক্কা হাঁকান শাহবাজ। কাইফ আহমেদের (৩৯) সঙ্গে তাঁর ৭৮ রানের পার্টনারশিপ হয়। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে তপন মেমোরিয়াল ক্লাব। মোহনবাগানের হয়ে দুটি করে উইকেট নেন আকাশদীপ ও রাজকুমার পাল।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মোহনবাগান। একমাত্র অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৩২ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৩৪ বলে ৩০ রান করেন ওপেনার বিবেক সিং। ব্যাটিংয়ের পর বল হাতেও তপন মেমোরিয়ালের জার্সিতে কামাল করেন শাহবাজ আহমদ। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন জয়ী দলের অধিনায়ক। ম্যাচের সেরা ক্রিকেটার শাহবাজকেই নির্বাচন করা হয়।

English summary
Tapan Memorial beat Mohun Bagan and win Bengal T20 Challenge 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X