চেন্নাইইনের বিরুদ্ধে মুম্বইয়ের জয়ের পর কোথায় দাঁড়াল আইএসএলের পয়েন্ট টেবিল?
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইন এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসি। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। ম্যাচের এই ফল মুম্বই-কে আইএসএল তালিকায় অনেকটা ওপরে তুলে দিয়েছে। কিছুটা পিছিয়ে গিয়েছে চেন্নাই। এক নজরে দেখে নেওয়া যাক লিগ তালিকা।

টুর্নামন্টের প্রথম পাঁচ দল
চলতি আইএসএল তালিকার প্রথম স্থানেই অবস্থান করছে মুম্বই সিটি এফসি। পাঁচ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে অভিনেতা রনবীর কাপুরের দল। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্টও ৯। ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। পঞ্চম স্থানে অবস্থান করা এফসি গোয়া ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট অর্জন করেছে।

টুর্নামেন্টের পরের পাঁচ দল
৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাইইন এফসি। ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। দশম স্থানে থাকা ওড়িশা এফসি ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।

এসসি ইস্টবেঙ্গলের স্থান
প্রথম বার আইএসএল খেলতে নামা এসসি ইস্টবেঙ্গল প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করে ফেলেছে। ১১তম স্থানে থাকা এই দল এখনও পর্যন্ত গোল ও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

আজকের ম্যাচ কাদের
আজ সন্ধ্যায় গোয়ার তিলক স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ফলের ওপর লিগ তালিকায় ওঠা-নামা নির্ভর করতে পারে।