কলকাতা: ফের এরাজ্যে আসাদউদ্দিন ওয়েইসির দলে বড়সড় ভাঙন। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বাংলায় মিমের এক প্রতিষ্ঠাতা সদস্য। বৃহস্পতিবার ফের মিমে ভাঙন ধরাল শাসকদল তৃণমূল। বাংলায় মমতার হাত শক্ত করে তৃণমূলে যোগ মিমের যুব শাখার। ফিরহাদ হাকিমের দাবি, ‘রাজ্যে এখন আর মিমের যুব শাখা বলে আর কিছু থাকল না।’

কয়েকদিন আগে মিমের একাধিক প্রভাবশালী নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিস্তারিত আসছে…

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।