মমতা সরকারের রিপোর্ট কার্ড: রাজ্যের স্বাস্থ্যে খাতে বিপুল জোয়ারের খতিয়ানে চন্দ্রিমা কী তুলে ধরলেন! পরিসংখ্যান
করোনাকালে রীতিমতো বিপর্যস্ত গোটা বিশ্ব। এর মাঝধেই বাংলার বুকে মমতা সরকার স্বাস্থ্য খাতে কোন কোন জোয়ার এনেছে তা তুলে ধরা হল রাজ্য সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ডে। এদিন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তুলে ধরলেন স্বাস্থ্য় পরিষেবা খাতে রাজ্যের পরিস্থিতি।

মা, মাটি মানুষের সরকার ও রিপোর্ট কার্ড
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা সরকারে এসেছি ২০১১ সাল থেকে। তিনি বলেন মা, মাটি, মানুষের কথা বোঝেন বলেই মমতা তাঁদের জন্য বহু স্কিম নিয়ে এসেছেন। মাটির গন্ধ, জীবনধার দিয়ে উপলব্ধি করতে পারেন তিনি , মানুষের চাহিদা বোঝেন, মা হিসাবে তিনি রাজ্যকে আগলে রাখেন বলে বক্তব্য রাখেন চন্দ্রিমা।

প্রসঙ্গ স্বাস্থ্য পরিষেবা
চন্দ্রিমা বলেন, স্বাস্থ্য পরিষেবা পরিবার কল্যাণ দফতরের মাথায় আছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার যদি ভুল না হয়, ভারতের কোনও দফতরকে
কোনও মুখ্যমন্ত্রী দেখেন না। '। এরপরই তিনি বলেন একাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর তা করছেন কেবলমাত্র উন্নয়নের জন্য।
২০১১ সালে তৃণমূল এসে দেখে স্বাস্থ্যখাতে ২০১০-১১ সালে ৩৪৪২ কোটি টাকা বরাদ্দ ছিল, আজ বরাদ্দ বৃদ্ধ পেয়েছে৩ গুণ। ২০২১ সালে তা হয়েছে ১১ হাজার ২৮০ কোটি টাকা ২। সরকারি ক্ষেত্রে ডাক্তার সংখ্যা ৪ হাজার ৮০০ ছিল। সেখানে থেকে ২১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নারী ক্ষমতয়নে
চন্দ্রিমা বলেন, মমতাই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি বর্তমান ভারতে একটি রাজ্যের শাসনভার নিয়েছেন। তাংর সরকার নারী ক্ষমতায়নে ৬. ৭ লক্ষ মানুষকে স্বনির্ভর করেছে। রূপশ্রীতে গ্রামীন মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ৩৮,৯১৪ কোটি টাকা বরাদ্দ। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য পরিবার পিছু ২৫ হাজার টাকা দেওয়া হয়। পঞ্চায়েতে মহিলাদের জন্য ২১৩৫১ টি আসন থেকে বেড়েছ ৩০১৫৭ টি আসন হয়েছে।

মহিলাদের সম্মান
মহিলাদের অভূতপূর্ব সম্মান দিয়েছেন মমতা, বলে শুরু করে চন্দ্রিমা বলেন, আয়ুষ্মান ভারতে কিছু বিতর্ক রয়েছে। তবে, মুখ্যমন্ত্রীর একের পর এক মমতার প্রকল্পে সুবিধা পাচ্ছে গোটা বাংলা। বাড়ির জ্যেষ্ঠা মহিলার ছবি দিয়ে কার্ড হচ্ছে। নবজাত শিশুর মৃত্যুর হার প্রতি ১০০০ এ ছিল ৩২ টি। চন্দ্রিমা বলেন,' আমাদের কোল বাঁচাচ্ছেন মমতা'। নবজাতর মৃত্যু ৩১ শতাংশ কমে এখন প্রতি ১০০০ এ মৃত ২২। মাতৃ মৃত্যু ১৬ শতাংশ কমেছে। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৬৮ থেকে ৯৮ বেড়েছে। মেডিক্যাল কলেজের সংখ্যা ২৪ টি হচ্ছে। আগে মেডিক্যালে সিট ছিল ১৩৫৫, আজ ৪ হাজার।
বিতর্কের মাঝেই নতুন সংসদ ভবনের ভূমিপুজো মোদীর, জাতির উদ্দেশ্যে ভাষণে কী বলবেন প্রধানমন্ত্রী