ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্ট পাচ্ছে মোতেরা! আভাস জয় শাহের!
অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরে আসা ভারতীয় দলের মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২০২১ সালে দুই দলের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচও খেলব দুই দল। ম্যাচগুলি হবে দেশের কোন কোন মাঠে, তার একটা আভাস দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামব টিম ইন্ডিয়া। কোন কোন মাঠ কবে কবে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি বিসিসিআই। যদিও এই ইস্যুতে একটি প্রচ্ছন্ন এবং অসম্পূর্ণ আভাস দিয়ে রাখলেন বিসিসিআই সচিব জয় শাহ।

দিন-রাতের টেস্ট
সম্পূর্ণ সূচি নিয়ে মুখ খুলত না চাইলেও ভারতে যে ইংল্যান্ডকে একটি দিন-রাতের টেস্ট খেলতে হবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সেই ম্যাচটি ২৪ ফেব্রুয়ারি গুজরাতের আহমেদাবাদে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঘরের ছেলে জয়। সেই মতো মাঠে পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব।

টি-টোয়েন্টি মোকাবিলা
পাঁচটি টেস্ট ছাড়াও ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচর সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজের সবকটি মোকাবিলা এক লাখ দশ হাজারি মোতেরা স্টেডিয়ামে হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

ভারত বনাম অস্ট্রেলিয়া
ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট মোকাবিলায় নামছে ভারতীয় ক্রিকেট দল। ১৭ ডিসেম্বর দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে অ্যাডিলেড ওভালে।
বিরাটের পথে হাঁটলেন উইলিয়ামসন, জাতীয় দল থেকে আচমকা ছুটি নিলেন!