• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিয়ের পরই মৃত্যু বরের, নববধূ সহ পরিবারের ন’‌জন করোনায় আক্রান্ত

বিয়ের আনন্দ মুহূর্তে ম্লান করে দিল মারণ করোনা ভাইরাস। বিয়ের ঠিক পরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বরের। আর তাঁর করোনা টেস্ট না করানোর ফলে সদ্য বিবাহিত তাঁর স্ত্রী সহ পরিবারের ন’‌জন সদস্যের ওকভিড পজিটিভ ধরা পড়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদে।

বিয়ের পরই মৃত্যু বরের, নববধূ সহ পরিবারের ন’‌জন করোনায় আক্রান্ত

মুখ্য মেডিক্যাল অফিসার ডঃ নীতা কুলশ্রেষ্ঠা জানিয়েছেন যে জসরানার নাগলা সাবন্তী গ্রামের ওই তরুণের দশদিন আগেই বিয়ে হয়েছিল। তিনি বলেন, '‌বিয়ের পর পরই ওই তরুণ অসুস্থ বোধ করেন এবং ৪ ডিসেম্বর মারা যান।’‌ ওই তরুণ করোনা ভাইরাসের টেস্ট করাননি, তাই এটা বলা সম্ভব নয় তিনি কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিনা। মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন যে তাঁর পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুখ্য মেডিক্যাল অফিসার বলেন, '‌টেস্টে নববধূ, তাঁর শাশুড়িও ভাসুর সহ পরিবারের ন’‌জন সদস্যের করোনা টেস্ট পজিটিভ আসে। এঁদের প্রত্যেকের চিকিৎসা চলছে।’‌ গ্রামে স্বাস্থ্য শিবির বসানো হয়েছে যাতে অন্যান্যদের কোভিড টেস্ট করা যায়। তিনি জানিয়েছেন জেলায় ৩,৬৭৩ জন কোভিড–১৯–এ আক্রান্ত, যাঁর মধ্যে ১৭১ জন সক্রিয় রোগী এবং তাঁদের চিকিৎসা চলছে। ৬৭ জনের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে।

একুশের ভোটে মমতা বিদায় নিশ্চিত, শহর ছাড়ার আগে ঘোষণা করে গেলেন নাড্ডা

English summary
Groom died after marriage, 9 members of the family covid-19 positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X