চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে রিয়াল ও আটলেটিকো, হ্যাটট্রিক নেইমারের
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ রাউন্ডে পৌঁছলো রিয়াল মাদ্রিদ ও আটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে নেইমারের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় হাসিল করল প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করে নিজেদের পথ কঠিন করে ফেলল ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মনছেনগ্লাদবাচের বিরুদ্ধে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানো-তে ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য কায়েম করেন সার্জিও রামোসরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন জিনেদিন জিদানের দল। ম্যাচের ৯ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমা। ৩১ মিনিটে তাঁর বুট থেকেই ম্যাচের দ্বিতীয় তথা শেষ গোল আসে। ২-০ গোলেই ম্যাচ জেতেন সার্জিও রামোসরা।
৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছলো রিয়াল। সম পরিমাণ ম্যাচ খেলে ৮ পয়েন্টে অবস্থান করছে মনছেনগ্লাদবাচ। ওই গ্রুপেরই অন্য ম্যাচে শাখতারের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে পৌঁছনোর আশা শেষ করে ফেলল ইন্টার মিলান।
টুর্নামন্টের গ্রুপ এ-র শেষ ম্যাচে আরবি সালজবার্গের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করে নক আউটে পর্যায়ে পৌঁছে গিয়েছে আটলেটিকো মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধের ৩৯ মিনিটে প্রথম গোল দেন আটলেটিকোর মারিও হেরমেসো। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় স্প্যানিশ দল। ৮৬ মিনিটে আটলেটিকোর হয়ে দ্বিতীয় গোল দেন ইয়ানিক কারাসকো। ২-০ গোলেই ম্যাচ জেতে আটলেটিকো মাদ্রিদ। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে বায়ার্ন মিউনিখ। সম পরিমাণ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকেই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছেছে আটলেটিকো মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচের ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরকে ৫-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জের্মেইন। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলের নেইমার। ২১, ৩৮ এবং ৫০ মিনিটে তাঁর বুট থেকে গোল আসে। ৪২ ও ৬২ মিনিটে গোল করেন পিএসজি-র কিলিয়ান এমবাপে।