মুম্বই: মাস কয়েক আগেই কলকাতার আশুতোষ কলেজের মেধা তালিকায় উঠেছিল প্রাক্তন পর্নতারকা সানি লিওনের নাম। প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি হল বিহারে। তবে এবার ঘটনায় নতুন টুইস্ট। বিহারের এক পড়ুয়ার অ্যাডমিট কার্ডে মা ও বাবার নাম দেখে সকলের চোখ চড়কগাছ। মায়ের নাম সানি লিওন, বাবা ইমরান হাশমি।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা মুহূর্তে ভাইরাল হয়। খবর পৌঁছয় বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির কাছেও। বিহারের সেই পড়ুয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে জানান অভিনেতা। ইমরান টুইট করে বলেন, দিব্যি দিয়ে বলছি এ আমার ছেলে নয়।
ইমরানের টুইটে তাঁর ভক্তরা নানা রকম মন্তব্য করেন। একজন লেখেন, আমি নিশ্চিত এখন অনেকেই আপনাকে নিজের বাবা হিসেবে পরিচয় দেবে। শুধুমাত্র নিজেদের প্রচারের জন্য। আর একজন অনুরাগী লেখেন, বিষয়টা খুব মজার। তবে আমরা জানি এটা শুধুই একটা মজা।
বুধবার এই খবরটি প্রকাশ্যে আসে। বিহারের এক স্নাতকের ছাত্রের অ্যাডমিট কার্ডে দেখা যায় সানি লিওন ও ইমরান হাশমির নাম। দুই তারকাকে পরস্পরের সঙ্গে বিবাহিত এবং বিহারের মুজাফফরপুরের বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে। অ্যাডমিট কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
প্রসঙ্গত, কুন্দন কুমার নামে ২০ বছরের ওই ছাত্র ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের ছাত্র।