টানা ১০ দিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে! মৃত্যুতে তৃতীয়স্থানে বাংলা
বৃহস্পতিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৯৭.৬৪ লক্ষে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১, ৫২২ জন। মৃত্যু হয়েছে ৪১২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪১, ৭৭২ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯২, ৫৩, ৩০৬ জন।

ভারতে আক্রান্ত ৯৭. ৬৪ লক্ষ
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৪ লক্ষ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩, ৭২, ২৯৩। সারা দেশে গত ১০ দিন ধরে আক্রান্তের সংখ্যা রয়েছে ৪০ হাজারের নিচে। শেষবার আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছিল ২৮ নভেম্বর।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৯২, ৫৩, ৩০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১, ৫২২ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৭৪ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি মহারাষ্ট্রে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র । আক্রান্তের সংখ্যা ৪৯৮১। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৩, ১৬৬। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৪৭, ৯০২ জনের। দেশে ২৪ ঘন্টায় সেখানে সব থেকে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪৮৭৫। ২৪ ঘন্টায় কেরলে মৃত্যু হয়েছে ৩৫ জনের, সুস্থ হয়েছেন ৪৬৪৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ২৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৪৭ জনের, সুস্থ হয়েছেন ৩০০৯ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। সেখানে ২৪৬৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪১৭৭ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। মৃত্যুতে সারা দেশে দিল্লি রয়েছে দ্বিতীয়স্থানে, আর বাংলা রয়েছে তৃতীয়স্থানে। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান। ১৫১১ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ২,৫৭৭ জন।

২৪ ঘন্টায় ৯, ২২, ৯৫৯ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ২২, ৯৫৯ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৯, ২৪০, ১৯৬ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৫৭৫, ৮১৩ জনের। সুস্থ হয়েছেন ৪৭, ৯৯৫, ২৬৯ জন।