• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'গণহত্যার চক্রান্ত ছিল, পাকিস্তান-আফগানিস্তান-সিরিয়াতেও এমন হয় না', নাড্ডা কান্ডে দিলীপের তোপ

গণহত্যার চক্রান্ত করা হয়েছিল। ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন এমন ঘটনা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়াতেও হয় না। যা এদিন ডায়মন্ড হারবারে হয়েছে। ঘটনাস্থলে দিলীপও ছিলেন। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে মুকুল রায় আক্রমণ শানিয়ে বলে বলেছেন, রাজ্য অবিলম্বের রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।

দিলীপের আক্রমণ

দিলীপের আক্রমণ

গণহত্যার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস। রাস্তার দুধারে তাঁদের ঘিরে ধরে পথ আটকে পাথর, লাঠি, ইট ছোড়া হয়েছে। নজির বিহিনী হামলার ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারে। রাজ্যের সর্ববৃহত রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির উপর হামলা হয়েছে এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গের। যা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়াতে কখনও সম্ভব নয়। ঘটনায় বিজেপির পাঁচ থেকে ৬ জন নেতা আহত হয়েছেন। ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে. ৫০টির উপর বাইক লুঠ করা হয়েছে হলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

রাজনীতির কালো দিন

রাজনীতির কালো দিন

জেপি নাড্ডার উপর হামলার ঘটনাকে রাজনীতিক কালো দিন বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল সরকারকে রাজ্য থেকে বিদায় নিতেই হবে বলে হুঙ্কার দিয়েছেন দিলীপ। দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয় গাড়ির কাচও ভাঙা হয়েছে। কৈলাশ বিজয়বর্গীয় হােত চোট লেগেছে। ডায়মন্ড হারবারের সভা মঞ্চে তাঁর হাতে ব্যান্ডেজ করা হয়।

রাষ্ট্রপতি শাসন জারির হুঙ্কার

রাষ্ট্রপতি শাসন জারির হুঙ্কার

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের গাড়িতেও হামলা হয়েছে এদিন। তীব্র আক্রমণ শানিয়ে মুকুল রায় বলেছেন সারা বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। বাংলায় আইনের কোনও শাসন নেই। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন তিনি। সৌমিত্র খাঁর গলাতেও রাষ্ট্রপতি শাসন জারির দাবি শোনা গিয়েছে। বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানিয়েছেন সৌমিত্র খাঁ।

বাংলার সম্মান নষ্ট করছেন মমতা

বাংলার সম্মান নষ্ট করছেন মমতা

একের পর এক অশান্তি ছড়িয়ে, অশান্তির রাজনীতি করে বাংলার সম্মান নষ্ট করছেন মমতা অভিযোগ করেছেন জেপি নাড্ডা। একুশের ভোটে বাংলা থেকে মমতাকে বিদায় নিতে হবে হুঙ্কার দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কাটমানি আর সিন্ডিেকটের সরকার আর চায় না বাংলার মানুষ। তাই বাংলার মানুষের স্বতোঃস্ফূর্ত ভোটে জিতবে বিজেপি।

জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ

English summary
BJP leader Dilip Ghosh slams Mamata Banerjee over JP Nadda's convoy attacked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X