কোভিড সংক্রমণ এড়াতে বিমান কর্মীদের ডায়পার পরার নির্দেশ দিল চিন
এই দেশ থেকেই প্রথম মহামারি করোনা ভাইরাস গোটা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এবং তা এখনও বিশ্ববাসীকে নাজেহাল করে দিচ্ছে। চিনের ওপর থেকে মারণ ভাইরাসের প্রকোপ কমলেও এখনও আতঙ্ক কাটেনি চিনবাসীর। তাই বিমানের কর্মীদের ওপরও কড়া বিধি নিষেধ জারি করল চিনের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছে, উচ্চ–ঝুঁকির কোভিড–১৯ গন্তব্যস্থানে যাওয়ার বিশেষ বিমানে নিয়োজিত কেবিন ক্রুদের ডিজপোজেবল অর্থাৎ ব্যবহার করে ফেলে দেওয়া যায় এমন ডায়পার ব্যবহার করতে বলা হল। সংক্রমণ এড়াতে বিমানের শৌচালয় ব্যবহার এড়িয়ে যাওয়ার জন্যই এমন নির্দেশ জারি। এই প্রস্তাবটি চিনের অসামরিক বিমান প্রশাসনের বিমান সংস্থা, বিমান ও কেবিন ক্রু সদস্যদের জন্য তৈরি করা নতুন নির্দেশিকা।

৩৮ পাতার দীর্ঘ নির্দেশিকা জারি
করোনা আবহে বিমান কর্মী ও বিমানবন্দরগুলির জন্য ৩৮ ও ১১ পাতার দীর্ঘ ডকুমেন্ট তৈরি করা হয়েছে। যেখানে অন্যান্য নির্দেশিকার সঙ্গে মনোযোগ দেওয়া হয়েছে বিমান ও বিমানবন্দরের কর্মীর মানসিক স্বাস্থ্যের ওপরও। নির্দেশিকায় বলা হয়েছে, তাঁদেরকে মানবিক যত্ন এবং মনস্তাত্ত্বিক কাউন্সিলিং করানো হবে। এই প্রস্তাবগুলি সিএএ-এর ওয়েবাইটে প্রকাশ করা হয়েছে।

ডায়পার পরার নির্দেশ
নির্দেশিকায় বলা হয়েছে, বিমান কর্মীদের চার্টার্ড বিমানে করে সেইসব দেশ ও প্রদেশে যেতে হয় যেখানে সংক্রমণ প্রতি দশ লক্ষের মধ্যে ৫০০ জনের।
ডায়পারের ব্যবহার করার নির্দেশ ব্যক্তিগত সুরক্ষার মধ্যে পড়ছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘কেবিন ক্রু সদস্যদের প্রস্তাব দেওয়া হয়েছে যে তাঁরা যেন ব্যবহার করে ফেলে দেওয়া যায় এমন ডায়পার পরেন এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে বিমানের শৌচালয় এড়িয়ে চলেন।'

পিপিই কিট
কেবিন ক্রু সদস্যদের জন্য মাস্ক, দ্বিতীয়-স্তরবিশিষ্ট ব্যবহার করে ফেলে দেওয়ার মতো মেডিক্যাল রাবার গ্লাভস, গগলস, ডিজপোজেবল টুপি, ব্যবহার করে ফেলে দেওয়া পোশাক এবং জুতোর কভার সহ পিপিই কিট দেওয়া হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাগুলিতে ক্রু সদস্যদের পারিবারিক চাপ বিবেচনায় নেওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে।

বিমান কেবিনকে চারভাগে ভাগ
করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে বিমানের কেবিনকে চারভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিভাগকে আলাদা রাখা হবে ডিজপোজেবল পর্দা দিয়ে। বিমানের শেষের দিকে তিনটে সারি জরুরি কোয়ারেন্টাইন এলাকা হিসাবে চিহ্নিত করার নির্দেশও রয়েছে।
জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ