প্রতীতি ঘোষ, বনগাঁ : উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে জনসভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
বনগাঁ চাকদহ সড়কের পাশে গোপালনগরের বাজারের দুপাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট দিয়ে সাজানো হয়েছে রাস্তা। সভাস্থলের পাশে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের ফ্লেক্স টানানো হয়েছে। আগামী কালকের সভায় ২ লক্ষাধিক লোক হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।
মাঠের বাইরে বসানো হবে জায়েন্ট স্কিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উজ্জীবিত উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে । মুখ্যমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন করেছেন একাধিক পুলিশ কর্তা। জনসভার ভিড় নিয়ন্ত্রণ করতে নানান নির্দেশ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে গোপাল নগর মাঠে নামবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্বকে কি নির্দেশ দেন, এখন সেটাই দেখার । জেলা নেতৃত্ব জানিয়ে দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আগামীদিনে উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূল কর্মীরা দলের কাজ পরিচালনা করবেন ।