বিদ্যাসাগর ,বিরসা মুন্ডা ইস্যুর পর রবীন্দ্রনাথ প্রসঙ্গে বিজেপি-তৃণমূল সংঘাত তুঙ্গে! নাড্ডার সভা ঘিরে তোলপাড়
ফের একবার বহিরাগত ইস্যুতে বিজেপিকে বিঁধতে ছাড়ল না তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের সময় কলকাতায় অমিত শাহের মেগা ব়্যালির মাঝে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়া করে তৃণমূল, এরপর সদ্য অমিত শাহ বাঁকুড়া সফরে এলে সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান নিয়েও আরেক বিতর্ক তৈরি হয়। এরপর জেপি নাড্ডার সভা।

জেপি নাড্ডার সভা ও তৃণমূল
মমতার পাড়ায় এদিন পা রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে দলীয় প্রচারে গিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গ সফরে এসে জেপি নাড্ডা বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্যও রাখেন। তাঁরা ভাষণের একটি অংশে বিশ্বভারতী ও রবীন্দ্রনাথ প্রসঙ্গ ঘিরে বক্তব্য ছিল। আর সেই প্রসঙ্গ নিয়েই পারদ চড়িয়েছে তৃণমূল।

তৃণমূলের বড়সড় অভিযোগ
একটি টুইটে তৃণমূল দাবি করে যে জেপি নাড্ডা রবীন্দ্রনাথের জন্মস্থান বিতর্ক নিয়ে ভুল বার্তা দিয়েছেন। টুইটে লেখা হয়, ' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জোড়াসাঁকোতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তার ৬০ বছর পরে ১৯২১ সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত।'

তৃণমূলের দাবি
তৃণমূল দাবি করেছে, জেপি নাড্ডা বলেছেন, 'বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান।' এক্ষেত্রে জেপি নাড্ডা কী বলতে চেয়েছেন তা নিয়েও জল্পনা চড়িয়ে দেয় তৃণমূল। যদিও সরাসরি সেই বার্তা নস্যাৎ করে দেয় বিজেপি।

রবীন্দ্রনাথ বিতর্কে বিজেপি
বিজেপি এদিন, জেপি নাড্ডার ভাষণে যেখানে রবীন্দ্রনাথ ও বিশ্বভারতী প্রসঙ্গে পদ্মশিবিরের সভাপতি বক্তব্য রেখেছেন , সেই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আনে। সেখানে জেপি নাড্ডা 'বিশ্বভারতী ইয়াহান হ্যায়' বলেছেন বলে বিজেপি টুইটে লিখেছে। পাশাপাশি , তৃণমূলকে ঠুকে বিজেপি টুইটে লেখে, ' খোলাখুলি মিথ্যাচার সবাই পিসির মতো করে না। যিনি সব ইস্যুতেই মিথ্যা কথা বলেন।'