করোনা রোগীর বাড়ির বাইরে পোস্টার নয়, নির্দেশ জারি সুপ্রিম কোর্টের
দেশে করোনা ভাইরাস থাবা বসানোর পর থেকে কেন্দ্র এই ভাইরাসের বিপক্ষে লড়তে বেশ কিছু নির্দেশিকা জারি করেছি। যার মধ্যে অন্যতম নির্দেশ হল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোস্টার ও সাক্ষর করে যাবে। যাতে অন্যান্যরা ওই বাড়িটি এড়িয়ে চলেন কিছুদিন। কেন্দ্রের এই নির্দেশিকাকে রদ করে বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে দেশের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ির বাইরে কর্তৃপক্ষ কোনও পোস্টার লাগাতে বা সাক্ষর করতে পারবে না।

শীর্ষ আদালত অবশ্য যোগ করেছেন যে উপযুক্ত কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে নির্দিষ্ট নির্দেশনা জারি করলে এই জাতীয় পোস্টারগুলি সংযুক্ত করা যেতে পারে। বিচারপতি অশোক ভূষণের একক বেঞ্চ এই রায় দিয়েছে। প্রসঙ্গত, করোনায় সংক্রমিত রোগীর বাড়র বাইরে পোস্টার লাগানো নিয়ে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই রায়।
বিচারপতি আরএস রেড্ডি এবং এমআর শাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আবেদনটি নিষ্পত্তি করে জানিয়েছেন যে কেন্দ্র ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে, সুতরাং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই জাতীয় পোস্টার লাগানো থেকে বিরত থাকতে হবে। এর আগে কেন্দ্রের পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়েছিল যে তাদের নির্দেশিকায় কোথাও এমন নির্দেশ নেই যে করোনা রোগীর বাড়ির বাইরে পোস্টার লাগানো প্রয়োজন। এ ধরনের অভিযোগ মিথ্যা। প্রসঙ্গত, দেশের বহু রাজ্যের স্থানীয় প্রশাসন করোনা সংক্রমিত বা অন্য রাজ্য থেকে আসা বাসিন্দাদের বাড়ির বাইরে পোস্টার লাগিয়ে অন্যান্যদের সতর্ক করে দেওয়ার কাজ করত। যাতে সংক্রমণ রোধ করা সম্ভব হয়।
চিনের সিনোফার্ম ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে কোভিডের বিরুদ্ধে, দাবি সংযুক্ত আরব আমিরাতের