• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

১৩০ জন বিজেপি কর্মীর বলিদান বৃথা যাবে না, হেস্টিংসে দলীয় কার্যালয় উদ্বোধনের মঞ্চে হুঙ্কার দিলীপের

উলেন রায়ের পর এবার কোচবিহারে দলের এক কর্মীকে মেরে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ১৩০ জন বিজেপি কর্মী বাংলায় গণতন্ত্র রক্ষার জন্য প্রাণ দিয়েছে। তাঁদের বলিদান বিফলে যাবে না। হেস্টিংসে দলীয় কার্যালের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা সরকারকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনে তিনি বলেছেন বঙ্গে বিজেপি সরকার আসছে। সেকারণে জেলায় জেলায় কার্যালয় খোলা হচ্ছে। যাঁরা পার্টির জন্য দিনরাত এক করে কাজ করছে তাঁদের জন্যই আরো বেশি করে দলীয় কার্যালয়ের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। সব কার্যালয়ই জমি কিনে তৈরি করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

দলীয় কর্মীদের বলিদান বৃথা যাবে না

দলীয় কর্মীদের বলিদান বৃথা যাবে না

হেস্টিংসে আজ বিজেপি ৯টি দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জেলায় জেলায় দলীয় তৎপরতা বাড়াতে শুরু করেছে বিজেপি। সেই অনুষ্ঠান থেকেই আবারও মমতা সরকারকে আক্রমণ শানিয়েছেন বিজেিপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন ১৩০ জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল। তাঁদের বলিদান বৃথা যাবে না। বঙ্গে বিজেপি সরকার আসছে বলেই দলীয় কার্যালয় বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

উলেন রায়ের মৃত্যুর ঘটান রেশ থামতে না থামতেই কোচবিহারে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেসই খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। রাজ্যে খুন আর সন্ত্রাসের রাজনীতি করছে মমতা সরকার এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। গণতন্ত্র রক্ষা এঁরা নিজেদের প্রাণ দিয়েছে বলে দাবি করেছেন দিলীপ।

দিলীপ-কৈলাশের নামে এফআইআর

দিলীপ-কৈলাশের নামে এফআইআর

উত্তর কন্যা অভিযানে অশান্তি আর হিংসা ছড়ানোর অভিযোগে দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়ের নামে ২টি এফআইআর দায়ের করেছে পুলিস। শিলিগুড়ি ও এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সবকটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। সায়ন্তন বসু ও মিহির গোস্বামীর নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিস।

প্রতিবাদে বিজেপি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

উলেন রায় মৃত্যু তরজা

উলেন রায় মৃত্যু তরজা

উত্তরকন্যা অভিযানে পুলিসের ছররা বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মী উলেন রায়ের। এমনই দাবি করে

টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। তাতে পুলিসকে ছররা বন্দুক ব্যবহার করতে দেখা গিয়েছে। এই নিয়ে মমতা সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্যও। মমতা সরকারের পুলিসের কীর্তি ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি।

রাজস্থানে বিরোধী-ফাটল চওড়া করে স্লগ ওভারে বাজিমাত বিজেপির! বাংলার ভোটর আগে পদ্ম-স্ট্র্যাজেটি একনজরে

English summary
Dilip Ghosh slams Mamata Banerjee government over party workers murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X