তৃণমূলকে বটবৃক্ষের সঙ্গে তুলনা, গরুর শিং ভাঙার বার্তায় মমতার খোঁচা শুভেন্দুদের
তৃণমূল কংগ্রেসকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁর সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারী-সহ বিদ্রোহীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিলেন। গরুর সিং ভাঙার বার্তায় রাম-শ্যাম-গোবর্ধনদের খোঁচা দিলেন তিনি। পরিষ্কার বুঝিয়ে দিলেন তৃণমূলের সঙ্গে দর কষাকষি চলবে না।

গাছ যখন বৃক্ষে পরিণত হয়, গরুর সিং ভেঙে যাবে
মমতা বলেন, গাছ যখন ছোট থাকে তখন তাকে অনেকে মাড়িয়ে যায়, গরু খেয়ে নেয়। কিন্তু সেই গাছ যখন বৃক্ষে পরিণত হয়, তখন গরু তো খেতে পারেই না, উল্টে শিং ভেঙে যেতে পারে গুঁতোগুঁতি করলে। পেরেক যেমন মাটিতে পোতা যায় সহজেই, তেমন পাথরে পুততে গেলে পেরেক বেঁকে যায়।

রাম-শ্যাম-গোবর্ধনের নাম করে বার্তা মমতার
মমতা নাম না করলেও তাঁর নিশানায় যে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা ছিল তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুকে নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তিনি দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করে চলতে শুরু করেছিলেন। হালে আবার সরব হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁদের উদ্দেশ্যেই রাম-শ্যাম-গোবর্ধনের নাম করে বললেন মমতা।

বিজেপি দেশকে শেষ করে দিচ্ছে, মানুষের জোট আটকে দেবে
মমতা বলেন, বাংলায় তৃণমূলকে ভাঙা যাবে না। আর ক্ষমতা থেকে হটানোও যাবে না। কারণ বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে। তাই বঙ্গে তৃণমূলই ক্ষমতায় আসবে আবার। আমরা মানুষের জোট গড়ে আটকে দেব বিজেপিকে। মানুষ বুঝে গিয়েছে, এই বিজেপি দেশকে শেষ করে দিচ্ছে, সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে।

সিপিএম না না, কংগ্রেস আর না আর বিজেপি একেবারেই না
মমতার কথায়, বাংলার মানুষ আর সিপিএমকে বিশ্বাস করে না। আর কংগ্রেসকেও তারা ফিরিয়ে আনতে চায় না। বিজেপিকে তো বাংলার মানুষ একেবারেই চায় না। এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তোলেন, সিপিএম না না, কংগ্রেস আর না আর বিজেপি একেবারেই না। মানুষের মহাজোট আর দুয়ারে দুয়ারে এই স্লোগান তুলছে।
মতুয়ারা সকলেই নাগরিক, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! বার্তা মমতার