মুম্বই: হঠাৎই অসুস্থ অভিনেত্রী কৃতী স্যানন। সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কৃতীরই এক ঘনিষ্ঠ সূত্র এই খবর এক সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন।
কিছুদিন আগেই চণ্ডীগড় থেকে ফিরেছেন কৃতী। সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি আসন্ন ছবির শ্যুটিং করছিলেন তিনি। কৃতী একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি বিমানে রয়েছেন। কৃতী লিখেছেন শ্যুটিং সেরে এবার বাড়ি ফিরছেন তিনি। তবে তিনি কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে কৃতী সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি।
বলিউডে একের পর এক তারকা কোভিড আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি বরুণ ধাওয়ান, নীতু কাপুর, মণীশ পাল, পরিচালক রাজ মেহেতাও কোভিড আক্রান্ত হয়েছেন। এঁরাও যুগ যুগ জিও ছবির শ্যুটিং করছিলেন চণ্ডীগড়ে। টানা এক মাস ধরে ছবির শুটিংয়ের সিডিউল ছিল। কিন্তু বরুণ ধাওয়ান, নীতু কাপুর সহ আরো বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ছবির শুটিং স্থগিত রাখা হয়।
ধর্মা প্রডাকশনের ছবিটিতে বরুণের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ছবিটিতে বরুণের মা ও বাবার ভূমিকায় যথাক্রমে অভিনয় করছেন নীতু কাপুর ও অনিল কাপুর। এছাড়াও ইউটইউবার প্রাজক্তা কোহলিও বলিউডে পা রাখতে চলেছেন এই ছবিতে।