আমদাবাদ: বুধবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল৷ অবসর বার্তায় ভারতীয় দলে তাঁর প্রথম ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পার্থিব৷

৩৫ বছরের গুজরাতি উইকেটকিপার ব্যাটসম্যান দেশের হয়ে শেষ খেলেছিলেন ২০১৮ সালে৷ তবে চলতি বছরেও আইপিএল খেলেছেন তিনি৷ তবে বুধবার টুইট করে সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি৷ ১৭ বছর বয়সে ভারতের হয়ে উইকেটকিপারের দায়িত্ব সামলানো পার্থিব তাঁর দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন৷

টুইটারে তাঁর অবসর প্রসঙ্গে পার্থিব লেখেন, ‘আজ ১৮ বছরের ক্রিকেট জীবনে পর্দা টানছি। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ১৭ বছর বয়স থেকেই ভারতীয় বোর্ড আমার ওপর ভরসা দেখিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা তরুণ বয়স থেকে আমার পাশে ছিলেন৷ যাঁরা আমায় হাত ধরে খেলতে শিখিয়েছেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।’

তাঁর প্রথম অধিনায়ক সৌরভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্থিব লেখেন, ‘আমি যে সব অধিনায়কের অধীনে খেলেছিল, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ৷ তবে বিশেষ করে দাদা’র প্রতি৷ যে ছিল আমার প্রথম ক্যাপ্টেন৷ আমার ভরসা রেখেছিল৷ আমি সৌভগ্যবান, যে আমি ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ডদের সঙ্গে খেলেছি৷’

তাঁর ক্রিকেট কেরিয়ারের জন্য বাবা অজয় পটেলকেও ধন্যবাদ জানিয়েছেন পার্থিব। ২০০২ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক ঘটেছিল পার্থিবের। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্ণণরা যে দলে ছিলেন, সেই দলে ১৭ বছরের এক তরুণ পার্থিবের অভিষেক হয়েছিল৷

দীর্ঘ ১৮ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান না-থাকলেও রয়েছে ১০টি হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ২৭টি শতরান। গুজরাতের হয়ে তাঁর একাধিক ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট পার্থিবের রান সংখ্যা ১৭০৬৷ উইকেটের পিছনে ৯৩টি ক্যাচ নিয়েছেন এবং ১৯টি স্টাম্পিং করেছেন৷

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।