• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দাদার অনুগামীদের কার্যালয় খুলে সাসপেন্ড তৃণমূল নেতা, শুভেন্দু-যোগে কঠোর মমতা

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা হওয়ায় অমূল্য মাইতিকে সরিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে। এবার পুরুলিয়ায় দাদার অনুগামীদের কার্যালয় খোলার শাস্তিস্বরূপ সাসপেন্ড করা হল পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পরাদক গৌতম রায়কে। মমতার নির্দেশ আসার পরই জেলা তৃণমূল কঠোর সিদ্ধান্ত নিল।

দাদার অনুগামীদের কার্যালয় উদ্বোধনের পর সাসপেন্ড

দাদার অনুগামীদের কার্যালয় উদ্বোধনের পর সাসপেন্ড

অক্টোবরে পুজোর সময় থেকেই নিজেকে দাদার অনুগামী হিসেবে তুলে ধরেন গৌতম রায়। শুভেন্দু অধিকারীর সমান্তরাল জনসংযোগে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। তাঁর জগদ্ধাত্রী পুজোতেও গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শেষে পুরুলিয়ায় দাদার অনুগামীদের কার্যালয় উদ্বোধনও করেন তিনি। তারপরই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সাসপেন্ডের সিদ্ধান্ত নেন ওই নেতাকে।

দাদার অনুগামীদের কার্যালয়ও খুলে রোষানলে

দাদার অনুগামীদের কার্যালয়ও খুলে রোষানলে

গৌতম রায় বরাবরই শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে জেলায় পরিচিত ছিলেন। শুভেন্দু যখন তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছেন, তখনও শুভেন্দুর সঙ্গী হিসেবে থেকেছেন গৌতন। দাদার অনুগামীদের কার্যালয়ও খুলেছেন। সরব হয়েছেন দলের সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ধৃষ্টতা রেওয়াত করেনি তৃণমূল, সাসপেন্ডের সিদ্ধান্ত নেয়।

ছ-বছরের জন্য সাসপেন্ড তৃণমূল নেতা

ছ-বছরের জন্য সাসপেন্ড তৃণমূল নেতা

জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়ের বিরুদ্ধে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁকে ছ-বছরের জন্য সাসপেন্ড করেছে দল। দলবিরোধী কাজ ও দলীয় শৃঙ্খলা না মানার জন্যই সাসাপেন্ডের সিদ্ধান্ত নেয় তৃণমূল।

দলের কাজের পরিবেশ নেই, ইস্তফা আগেই

দলের কাজের পরিবেশ নেই, ইস্তফা আগেই

গৌতম রায় জানান, তিনি আগেই পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন। সেই চিঠি তিনি তৃণমূল নেতৃত্বের কাছে পাঠিয়েও দেন বলে জানান। তিনি বলেন, দলে কাজ করার কোন পরিবেশ নেই। সেই কারণেই তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তৃণমূলকে বটবৃক্ষের সঙ্গে তুলনা, গরুর শিং ভাঙার বার্তায় মমতার খোঁচা শুভেন্দুদের

English summary
TMC leaders expels from party after opening of Dada’s followers office in Purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X