১৪ ডিসেম্বর দেশজুড়ে ধরনা অবস্থানের ডাক কৃষকদের! সরকারকে কড়া জবাব
সরকারের পুরোনো প্রস্তাব নতুন রূপে দেওয়া হয়েছে। এই ভাষাতেই বক্তব্য রেখে কার্যত কেন্দ্রের দাবি নস্যাৎ করেন কৃষকরা। তার পাশাপাশিই তাঁরা জানিয়েছেন, আগামী ১৪ ডিসেম্বর দেশ জুড়ে ধরনার ডাক দিয়েছেন তাঁরা। সহ্গে রয়েছে দিল্লি ঘেরাওয়ের পরিকল্পনা।

১৩ টি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে এদিন বসে কেন্দ্র। সেই বৈঠকে অমিত শাহ উপস্থিত ছিলেন। আর তাঁর সামনেই কৃষকরা নিজেদের দাবি রাখেন। এরপর কেন্দ্র জানিয়ে দেয় কৃষি আইন থেকে তাঁরা কয়েকটি বিষয় সরিয়ে দিতে রাজি। আর সেই বার্তাই পছন্দ হয়নি কৃষকদের। তাঁর মোদী সরকারকে কৃষকদের বিষয়ে উদাসীন বলেও দাবি করেন।
এদিকে, কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি জানিয়েছে, তাঁদের দাবি না মানা হলে, আরও বহু সংখ্যক কৃষকরা এই ধরনায় বসবেন। এই আন্দোলন ইস্যুতে মোদী সরকারের অনড় মনোভাব রয়েছে বলে দাবি করে ,তাঁরা সাফ জানান, ৩ টি বিল প্রত্যাহার না হলে, তাঁরা নিজেদের দাবিতে অনড় থাকবেন।