চেন্নাইকে হারিয়ে আইএসএলে লিগ শীর্ষে মুম্বই, তিনে নামল মোহনবাগান
চেন্নাইইন এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি। একইসঙ্গে লিগ তালিকায় তিন নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান। মুম্বই ৫ ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নর্থ ইস্ট ৫ ম্যাচ খেলে পেয়েছে ৯ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগান ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট পেয়েছে।

এখনও পর্যন্ত মুম্বই চার ম্যাচে জয় পেয়েছে এবং এক ম্যাচে হেরেছে। ওদিকে চেন্নাই চার ম্যাচে ১টি জয়, ১টি ড্র ও দুটি হারের সম্মুখীন হয়েছে।

প্রথম হাফে দুই দলই ভালো ফুটবল খেলেছে। যখন মনে হচ্ছিল দুই দলের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও গোলশূন্য থেকে যাবে প্রথম হাফ, তখনই চেন্নাই গোল করে এগিয়ে যায়। গোল করে জাকুব সিলভেস্টর। তবে আশ্চর্যের এখানেই শেষ ছিল না। প্রথম হাফের ইনজুরি টাইমে মুম্বইয়ের হয়ে গোল শোধ করেন হার্নান সান্তানা।
দ্বিতীয় অর্ধে মুম্বইয়ের হয়ে ফন্ড্রে ৭৫ মিনিটের মাথায় গোল করে মুম্বইকে এগিয়ে দেন। তারপর আর গোল শোধ করতে পারেনি চেন্নাই।