• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শহরে পা রাখতেই কালো পতাকা নাড্ডাকে, হেস্টিংসে ভিড়ের মাঝেই গো ব্যাক স্লোগান

শহরে পা রাখতেই কালো পতাকা বিজেপির রাজ্য সভাপতিকে। হেস্টিংসে দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়েই নাড্ডার গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন একদল যুবক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। দেখানো হয় কালো পতাকাও। দুপুর দুটো নাগাদ বিজেপির পার্টি অফিসে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্ষোভ।

নাড্ডাকে কালো পতাকা

নাড্ডাকে কালো পতাকা

জেপি নাড্ডা হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে পৌঁছনো মাত্র একদল যুবক বিজেপি নেতার গাড়ি দেখে ছুটে আসে। গাড়ি থেকে নাড্ডা নামার পড়েই কালো পতাকা দেখাতে থাকেন তাঁরা। তার সঙ্গে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সঙ্গে ছুটে আসেন বিজেপি কর্মীরা। হাতাহাতি বেধে যায় দুই পক্ষের মধ্যে। পুলিসের পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে অভিযোগ পুলিস। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এটা করিয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কালো পতাকা

মুখ্যমন্ত্রীর নির্দেশে কালো পতাকা

মুখ্যমন্ত্রীর নির্দেশেই কালো পতাকা দেখানো হয়েছে। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে যাওয়ার কথা বলেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসব করছে। জেপি নাড্ডার নিরাপত্তা সুনিশ্চিত করলে বিজেপি কর্মীরা মিছিল করে এবার ভবানীপুর যাবেন বলে জানিয়েছে। ভবানীপুরে নাড্ডার উপর আক্রমণ হতে পারে এমনও আশঙ্কা করছেন তাঁরা।

ভবানীপুরে কর্মসূচি

ভবানীপুরে কর্মসূচি

ভবানীপুরে আজ বিজেিপর গৃহসম্পর্ক অভিযানে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে বাড়ি বাড়ি গিয়ে মোদী সরকারের কাজের প্রচার করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা বিজেপির এই গৃহ সম্পর্ক কর্মসূিচ বলে জানা গিয়েছে। বিকেলে কালীঘাটে পুজো দেবেন জেপি নাড্ডা। মমতাকে টার্গেট করেই মমতা কেন্দ্রে হেভিওয়েটকে নিয়ে প্রচারে নামছে বিজেপি।

অভিষেকের কেন্দ্রেও সফর

অভিষেকের কেন্দ্রেও সফর

আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারেও যেতে পাের জেপি নাড্ডা। সেখানে এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনের পরিকল্পনা রয়েছে বিজেিপর সর্বভারতীয় সভাপতির।এসব করে তৃণমূল নেত্রী জনপ্রিয়তা আটকানো যাবে না বলে পাল্টা আক্রমণ শানিয়ছেন পঞ্চােয়তমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

মতুয়ারা সকলেই নাগরিক, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! বার্তা মমতার

English summary
Black flag shown to BJP leader JP Nadda at Hestings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X