বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ শক্তিশালী তপন মেমোরিয়াল
টাউন ক্লাবের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছেছে মোহনবাগান। আজ বিকেলে ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল তপন মেমোরিয়ালের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবিলায় অংশ নেবে সবুজ-মেরুন। সেমিফাইনালে কালীঘাট ক্লাবকে হেলায় হারিয়েছে ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষরা। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

মঙ্গলবার বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ইডেন গার্ডেন্সে। প্রথম ম্যাচে কালীঘাটের বিরুদ্ধ আগ ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে তপন মেমোরিয়াল। ৩৮ বলে ৪৬ রান করেন কাইফ আহমেদ। ২২ বলে ৩৪ রান করেন বিকাশ সিং। কালীঘাট ক্লাবের হয়ে ৩ উইকট নেন অমিত কুলিয়া। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪-এ থেমে যায় কালীঘাট। বাকিদের ব্যাটিং ব্যর্থতার মধ্যে ৫০ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে ফাইনালে তুলতে পারেননি প্রীতম দত্ত। তপন মেমোরিয়ালের হয়ে ৪ উইকেট নেন বিকাশ সিং।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে টাউন ক্লাব। ৪০ বলে ৪১ রান করেন গীতিময় বসু। মোহনবাগানর হয়ে ২টি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়, রাজকুমার পাল, রাজকুমার দালাল এবং সায়ন ঘোষ। ১৮ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান। জয়ী দলের হয়ে ৫৩ বলে ৭৬ রানের দাপুটে ইনিংস খেলেন বিবেক সিং। আটটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।
আজ বিকেলে ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের বিগ ফাইনাল মুখোমুখি তপন মেমোরিয়ালের মুখোমুখি হবে মোহনবাগান। লড়াই শাহবাজ আহমদদের পাল্লা কিছুটা ভারী থাকলেও অনুষ্টুপ মজুমদারের সবুজ-মেরুন শিবিরের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছেন ক্রিকেট প্রেমীরা। বিকেল চারটে থেকে শুরু হবে ম্যাচ।