ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই ওয়ার্নার, বক্সিং ডে-তে ফেরার মরিয়া চেষ্টা
বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ২০১৮-১৯ মরসুমের টেস্ট সিরিজে খেলতে পারেননি। ভাগ্যের পরিহাস এমন যে আগামী ১৭ ডিসেম্বর থেকে ভারতের বিরুদ্ধে শুরু হতে চলা প্রথম টেস্টেও খেলতে পারবেন না অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। চোট সারিয়ে সিরিজের দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্টে মাঠে নামতে মরিয়া বাঁ-হাতি ব্যাটসম্যান।

প্রথম টেস্টে নেই ওয়ার্নার
পা ও দেহের নিম্নাঙ্গের সংযোগ পেশীতে চোট থাকার কারণে অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার। এ কথা তিনি নিজেই জানিয়েছেন। সঙ্গে এও বলেছেন যে যেভাবে তিনি সুস্থ হয়ে উঠছেন, তাতে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলা বক্সিং ডে টেস্টে তিনি খেলবেন। প্রথম টেস্টে ওয়ার্নারের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে জায়গা পেতে পারেন উইল পুকোভিসকি।

১০০ শতাংশ দিতে চান
দেশের হয়ে টেস্ট খেলতে নেমে মাঠে একশো শতাংশ দিতে চান ডেভিড ওয়ার্নার। আর টেস্ট ফর্ম্যাটে শারীরিক সক্ষমতা যে মস্ত বড় বিষয়, তাও মেনে নিয়েছেন অস্ট্রেলিয় ওপেনার। চোট সারিয়ে উঠলেও পুরনো ক্ষিপ্রতা ফিরে পেতে যে তাঁর আরও কিছুটা সময় লাগবে, তা স্বীকার করে নিয়েছেন ওয়ার্নার। তাই মাঠে ফিরতে নিজেকে আরও দশ দিন দিতে চান অজি ক্রিকেটার।

ওয়ার্নারের চোট
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলার সময়ের পায়ের উর্ধ্বভাগের পেশীতে চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে তো বটেই, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি অস্ট্রেলিয় ওপেনার।

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট
১৭ ডিসেম্বর অ্যাডিলড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের ফর্ম্যাট হবে এই ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাত জানুয়ারি সিডনিতে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হবে। ১৫ জানুয়ারি থেকে গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট শুরু হওয়ার কথা।