• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সংকটজনক অবস্থায় বুদ্ধদেব, মমতার নির্দেশে হাসপাতালে ফিরহাদ! আরোগ্য কামনা রাজ্যপালের

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ জানা যায়, তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে৷ হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকদের তরফে জানানো হয়েছে যে এখনও সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছেন তিনি। এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার বিষয়ে জানতে হাসপাতালে যান কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। গিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।

শ্বাষকষ্ট বেড়ে যেতেই ভর্তি করানো হয় হাসপাতালে

শ্বাষকষ্ট বেড়ে যেতেই ভর্তি করানো হয় হাসপাতালে

বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ শ্বাষকষ্ট বেড়ে যেতেই দুপুর ১টা ৩০মিনিট নাগাদ তাঁকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

ফুসফুসের সংক্রমণ বেড়েয়েছে

ফুসফুসের সংক্রমণ বেড়েয়েছে

প্রাথমিক ভাবে হাসপাতালের কোভিড ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর তাঁর ফুসফুসের সংক্রমণ বেড়েয়েছে৷ তাঁর করোনা পরীক্ষা করা হলে সেটির রিপোর্ট নেগেটিভ আসে৷

হাসপাতালে যান ফিরহাদ হাকিম

হাসপাতালে যান ফিরহাদ হাকিম

এদিকে হাসপাতালে যান ফিরহাদ হাকিম। তবে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় ওয়ার্ডে ঢোকেননি তিনি। খোজ খবর নিয়ে সেখানে থেকে চলে যান। জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হাসপাতালে যান ফিরহাদ হাকিম। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়।

পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা নজিরবিহীনভাবে কমে গিয়েছে। একটা সময় অক্সিজেনের মাত্রা ৬৬-তে নেমে এসেছিল৷ গত দু'দিন ধরে আবহাওয়ার পরিবর্তনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হওয়ার পরে পরিবার থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসক ফুয়াদ হালিমের বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি।

English summary
Firhad Hakim visits hospital as Buddhadeb Bhattacharya in critical condition, CM, Guv wishes speedy recovery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X