গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উডল্যান্ডস হাসপাতালে ICU-তে বুদ্ধদেব ভট্টাচার্য
গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রবল শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। নিয়ে যাওয়া হল উডল্যান্ডস হাসপাতালে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঘরেই থাকতেন। কয়েকদিন আগে রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর সঙ্গে দেখা করে টুইটে ছবি পোস্ট করেছিলেন। প্রচারের অন্তরালেই ছিলেন তিনি।

হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৭০ শতাংশের কাছাকাছি। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাঁক। করোনা পরীক্ষাও করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা। শেষবার বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে বাইরে দেখা গিয়েছিল তাঁকে। তারপরক থেকে কার্যত নিজেকে ঘরবন্দিই রাখতেন বুদ্ধদেব ভট্টাচার্য।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার ছবি টুইট করেছিলেন রাজ্যপাল। সেখানে একেবারে ভেঙে যাওয়া শরীরে দেখা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর চোখেরও সমস্যা ছিল যেকারণে বেশিক্ষণ দিনের আলোয় বাইরে থাকতে পারতেন না তিনি। তবে ঘরে বসেই বেশ কয়েকটি বই লিখে ফেলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। খোঁজ খবর রাখতেন পার্টির কাজ কর্মের। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু।