গোহত্যা রোধে পাশ হয়ে গেল কড়া আইন! বিজেপি শাসিত রাজ্যে নয়া তোলপাড়
দেশজুড়ে কৃষক আন্দোলন নিয়ে যেখানে প্রবল সমালোচানার মুখে কেন্দ্রের মোদী সরকার,সেখানে বিজেপি শাসিত কর্ণাটক পাশ করল গোহত্যা বিরোধী আইন। এদিন 'প্রিভেনশন স্লটার অ্যান্ড প্রিজারভেশন ক্যাটল ইল ২০২০' বিল টি পাশ করে বিজেপির ইয়েদুরাপ্পা সরকার।

এই নয়া বিলের হাত ধরে কর্ণাটকে এবার থেকে গোহত্যা নিয়ে কড়া আইন লাগু হল। এই বিল পাশের সময় কর্ণাটকের বিজেপি বিধায়করা 'গৌ মাতা কি জয়' ধ্বনিতে বিধানসভার কক্ষ কার্যত সরব করে তোলেন। সেই মুহূর্তে ওয়েলে নেমে যায় বিরোধীরা। প্রবল বাক বিতণ্ডার পর শেষে পাশ হয়ে যায় এই বিল। কংগ্রেস দাবি তোলে তাঁরা এই বিলের বিষয়ে কিছু জানত না।
এদিকে, এর আগে , কর্ণাটকের পশু কল্যাণ মন্ত্রী প্রভু চৌহানকে দেখা যায় বিধানসভার সামনে গো পুজো করতে। তিনি গেরুয়া পোশাকে এদিন বিধানসভায় পা রাখেন। এরই মাঝে কংগ্রেসের অভিযোগ, কর্ণাটক বিধানসভার স্পিকার কার্যত পার্টি অফিসের মতো করে চালাচ্ছেন বিধানসভা। কংগ্রেসের আরও দাবি , বিজেপি একটিও বিলের কপি বিরোধী কংগ্রেসের হাতে তুলে দেয়নি। এর আগে কর্ণাটক বিধানসভা পাশ হয় বিতর্কিত জমি বিল।