২০২১-এর লক্ষ্যে এগোল বিজেপি! কলকাতায় 'ওয়ার রুমে'র উদ্বোধন করলেন জেপি নাড্ডা
দুদিনের রাজ্য সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রথম যে কাজটি করেন, তা হল হেস্টিংসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। এরপর তিনি বিভিন্ন জেলায় ৯ টি কার্যালয়েরও উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি জানান, রাজ্যে আরও ৩৮ টি কার্যালয় তৈরির কাজ চলেছে।

পার্টি অফিস আর কার্যালয়ে তফাত
এদিন নিজের ভাষণে জেপি নাড্ডা পার্টি অফিস এবং কার্যালয়ের তফাত করেছেন। তিনি বলেছেন, কার্যালয়ে থাকছে, ই লাইব্রেরি। থাকছে কনফারেন্স হল। বড় সভার করার জায়গাও থাকছে। তিনি বলেছেন, বিজেপি কার্যালয়ে বিশ্বাস করে। কার্যালয়ে যাঁরা সর্বক্ষণের কর্মী তাঁদের থাকার বন্দোবস্ত করা ছাড়াও, যদি কোনও প্রয়োজন পড়ে, তাহলে সেখানে একাধিক নেতার থাকারও বন্দোবস্ত থাকছে।

পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়
পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়টি তৈরি করা হয়েছে দুই নম্বর সেন্ট জর্জেস গেট রোডে, হেস্টিংসে। এক্ষেত্রে এটিকে কার্যালয় না বলে ওয়ার রুম বলা ভাল। এই কার্যালয়টি তৈরি হয়েছে পুরোপুরি ২০২১-এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে। এই কার্যালয়ে আইটি সেল, কলসেন্টার ছাড়াও হেলিকপ্টার এবং গাড়ি মনিটরিং সেন্টারও রয়েছে সেখানে। ভোটের প্রচারে নেতারা এলে তাঁদের হেলিকপ্টার এবং গাড়ি কখন কোথায় যাচ্ছে, তা নজরদারি করা হবে এই কার্যালয় থেকে। বিজেপির এই কার্যালয় তৈরি করা হয়েছে একেবারে কর্পোরেট অফিসের ধাঁচে। এই কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেন্ট জর্জেস গেট রোডের এই বহুতলের আটতলায় বিজেপি নেতাদের বিশ্রামের বন্দোবস্তও করা হয়েছে। এছাড়াও সাত তলায় সাধারণ সম্পাদকের অফিস করা হয়েছে। ছয়তলায় রয়েছে কল সেন্টার, চারতলায় করা হয়েছে আইটিসেলের অফিস। সাত ও আটতলায় রয়েছে প্রায় ৬৫০ বর্গফুট জায়গা।

কাজ করছেন কয়েকশো ছেলে মেয়ে
ইতিমধ্যেই বিজেপির কলসেন্টার এবং আইটি সেল মিলিয়ে কয়েকশো ছেলে মেয়ে কাজ করছেন। ২০২১-এর নির্বাচন বিজেপির কাছে লড়াই বটে। সেই লড়াই পরিচালনা করতেই বড় ধরণের প্রস্তুতি আগেই নিয়ে ফেলল বিজেপি।

রাজ্য সদর দফতরে অন্য কাজ
বিজেপি রাজ্য সদর দফতর হল ৬ নম্বর মুরলি ধর সেন লেন। এবার সেই বাড়িটি থেকে শুধুমাত্র কলকাতা জোনের ভোট পরিচালনা করা হবে। তবে এইবারই প্রথম এই বাড়ি থেকে বেরিয়ে রাজ্যের ভোট পরিচালনার জন্য অন্য কার্যালয় তৈরি করল বিজেপি।
তৃণমূলের কোন নেতাদের বিজেপি 'এন্ট্রি' দিতে বেশি আগ্রহী! নেপথ্যের ফ্যাক্টর ঘিরে জল্পনা