কলকাতা: সাংবাদিকদের উদ্দেশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘দু পয়সার প্রেস’ মন্তব্য নিয়ে আলোড়ন চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এই মন্তব্যের দায় নেয়নি তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সাফ জানালেন, “এটা ওর ব্যক্তিগত কথা। দলের কথা নয়।” এবার এই ঘটনার নিন্দা করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।
এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কাছে মিমি এই বিষয়ে বলেন, “এই মন্তব্যটি ভীষণই দুর্ভাগ্যজনক। প্রেস এমন কিছু কাজ করে যা মানুষ হিসেবে আমাদের নাড়া দেয়। ঝড়, জল বন্যা, ভূমিকম্প, আম্ফান, কোভিড যে কোনও পরিস্থিতিতে পৌঁছে যায় প্রেস যাতে আমাদের কাছে সঠিক খবরটা আসে। প্রেসের জন্য পুরো চিত্রটা আমাদের সামনে পরিষ্কার থাকে। প্রেস আমাদের ইন্ডাস্ট্রিই শুধু নয়, গোটা দেশের কাছে একটা বড় অস্ত্র।”
অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানও এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ওনার মন্তব্য দুর্ভাগ্যজনক। প্রেস গণতন্ত্রের একটি শক্ত স্তম্ভ। ঝড়, বৃষ্টি, কোভিড সমস্তর মধ্যে আমাদের বাংলার প্রেস বন্ধুরা খবর পৌঁছনোর কাজ করেন এবং বিনোদনেরও কাজ করেন। কারোকে কোনও ভাবে ছোট করা একদমই উচিত নয়।”
প্রসঙ্গত, রবিবার গয়েশপুরে একটি কর্মীসভায় গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানে তিনি সবাইকে বলেন মোবাইলে রেকর্ডিং না করতে। আচমকা এক সাংবাদিক তাঁর নজরে আসে। ব্যাস, মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংসদ।
বলেন, ‘কে এই দু’পয়সার প্রেসকে ভেতরে ডাকে? কর্মী বৈঠক হচ্ছে। আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত। আমি নির্দেশ দিচ্ছি, প্রেসকে সরান’। এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর প্রতিবাদমুখর হন সাংবাদিকরা।বিশেষত সোশ্যাল মিডিয়ায় মহুয়াকে কটাক্ষ করেন অনেকে। এমনকি তাঁর দলের সদস্যারও অধিকাংশই এই মন্তব্যের নিন্দা করেছেন।