শুভেন্দুর দলে কতজন রয়েছেন! একুশের আগে নিশ্চিত করতে অভিনব উদ্যোগ ফিরহাদের
শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়া এবং দলবদল নিয়ে জল্পনা বেড়েই চলেছে। নানা সম্ভাবনা উঠে আসছে নানা মহল থেকে। এরই মধ্যে ফিরহাদ হাকিম দু-দফায় বৈঠক করেছেন হলদিয়া পুরসভার কাউন্সিলরদের সঙ্গে। তৃণমূল ভবনে দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে শুভেন্দু বুঝতে টাইলেন শুভেন্দুর দলে কারা যেতে পারেন!

ফিরহাদ বুঝে নিতে চাইছেন কোথাকার জল কোনদিকে গড়ায়
সোমবার হলদিয়ার পাশাপাশি পুরমন্ত্রী তথা তণমূল নেতা ফিরহাদ হাকিমের ডাকে মুর্শিদাবাদ থেকেও কাউন্সিলররা এসেছিলেন বৈঠকে যোগ দিতে। তারপর মঙ্গলবার হলদিয়া পুরসভার কাউন্সিলরদের তড়িঘড়ি তৃণমূল ভবনে ডেকে ফিরহাদ বুঝে নিতে চাইলেন কোথাকার জল কোনদিকে গড়ায়।

তৃণমূলের ডাকে কারা এলেন শুবেন্দু-গড় থেকে
হলদিয়া পুরসভায় মোট ২৯ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে কতজন ওই তড়িঘড়ি তলবে তৃণমূল ভবনে হাজির হন, তা দেখেই বুঝতে চাইলেন জল কোনদিকে গড়াচ্ছে। মোট ২৯ জন কাউন্সিলরের মধ্যে হলদিয়া পুরসভার ২৫ জন কাউন্সিলর যোগ দিয়েছিলেন বৈঠকে। অসুস্থতার কারণে ৪ জন আসেননি বলে জানা গিয়েছে।

হলদিয়ার কাউন্সিলরদের কেন ডেকেছিলেন ফিরহাদ হাকিম
৪৫ মিনিট টানা বৈঠক চলে। কিন্তু কেন এই জরুরি বৈঠক তা জানতে চাওয়া হলে এড়িয়ে যান ফিরহাদ। তিনি বলেন, এটা দলের অভ্যন্তরীণ বৈঠক। তা নিয়ে বলতে গেলে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে বলতে হবে। হলদিয়ার কাউন্সিলরদের কথায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডেকেছিলেন ফিরহাদ হাকিম।

দাদার অনুগামী বলে পরিচিত কাউন্সিলরদের দলে থাকার বার্তা
সূত্রের খবর, ফিরহাদ হাকিম বৈঠকে বলেন, যাদের যেতে হয়, এখুনি চলে যান। তৃণমূলের টিকিটে জিতেছেন আপনারা। দল করতে হলে, দলের সঙ্গে থেকে দল করতে হবে। বৈঠকে উপস্থিত সবাই-ই জানান তাঁরা দলের সঙ্গে আছেন। দাদার অনুগামী বলে পরিচিত জনা পাঁচেক কাউন্সিলর দলের সঙ্গে থাকার বার্তা দেন।

ব্যক্তি নয়, আমরা দলের প্রতি দায়বদ্ধ ছিলাম, আছি, থাকব
হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, ভাইস চেয়ারম্যান সুশাংশু মণ্ডল-সহ সবাই বলেন, আমরা সবাই দলের অনুগামী, কোনও ব্যক্তির অনুগামী নই। দলের বাইরে যদি কেউ যায়, সেখানে আমরা নেই। আমরা সবাই দিদিকে দেখেই এই দল করি। কোনও ব্যক্তি নয়, আমরা দলের প্রতি দায়বদ্ধ ছিলাম, আছি, থাকব।