ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ কত দিন, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার (fog) দাপট। কোনও কোনও জায়গায় ভোর থেকে অন্তন নটা পর্যন্ট কুয়াশার দাপট দেখা গিয়েছে। দৃশ্যমানতা কম থাকায় গাড়িগুলিতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গিয়েছে। ট্রেন ও বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। মঙ্গলবারের থেকে এদিন ন্যূনতম তাপমাত্রা ছিল কিছু কম। আগামী কয়েকদিন আবহাওয়া (weather) একইরকম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

ঘূর্ণাবর্ত সরেছে পশ্চিম উত্তর পশ্চিম দিলে
ঘন কুয়াশাচ্ছন্ন ছিল বিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। মধ্যম মানের কুয়াশা দেখা গিয়েছে বিহার, বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলায়। হাল্কা কুয়াশা দেখা গিয়েছে সিকিমে। এছাড়াও এলাকার আবহাওয়া মোটামুটি শুকনো ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় এদিন ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকে থেকে নেমে গিয়েছে। সমতলে ওড়িশার ফুলবনিতে তাপমাত্রা ছিল সব থেোকে কম, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবারের ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী তিনদিন কুয়াশার দাপটে কমতে পারে দৃশ্যমান্যতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। কমতে পারে দৃশ্যমান্যতা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৯ (১৬.৪ )
বালুরঘাট ১৩.৪ (১৪ )
বাঁকুড়া ১৫.১ (১৭.৪)
ব্যারাকপুর (১৬.৫)
বহরমপুর ১৫.৪
বর্ধমান ১৩ (১৫.৬ )
ক্যানিং ১৭ (১৯)
কোচবিহার ১২ (১২.১)
দার্জিলিং ৬.৪ (৬.৪ )
দিঘা ১৭ (১৭.৮)
কলকাতা ১৭.৬ (১৮.৪ )
মালদহ ১৬.৬ (১৭.৪ )
পুরুলিয়া ১২ (১২)
শিলিগুড়ি ১২.৮ ( ১৩.৭)
শ্রীনিকেতন ১৪.৯ ( ১৭.৪ )
১৩০ জন বিজেপি কর্মীর বলিদান বৃথা যাবে না, হেস্টিংসে দলীয় কার্যালয় উদ্বোধনের মঞ্চে হুঙ্কার দিলীপের