মমতা ভয় পেয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন! মুকুল দিলেন মোক্ষম খোঁচা
মমতার গড়ে আর নয় অন্যায় কর্মসূটিতে বাড়ি বাড়ি ঘুরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মোক্ষম খোঁচা দিলেন মুকুল রায়। মুকুল রায়ের কথায়, বিজেপি এখনও নির্বাচনী প্রচারে নামেনি, নাড্ডাজি আসছেন একটা কর্মসূচিতে। কিন্তু ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে নেমে পড়েছেন ময়দানে।

নাড্ডার অভিযান নির্বাচনী প্রচার নয়!
বুধবার দিল্লি থেকে কলকাতায় উড়ে এসে জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতার ভবানীপুরে বাড়ি বাড়ি্ ‘আর নয় অন্যায়ে'র লিফলেট বিলি করবেন। রাজনৈতিক মহলের একাংশ নাড্ডার এই অভিযানকে নির্বাচনী প্রচার বলে অভিহিত করেছে। কিন্তু মুকুল রায় তা মানতে নারাজ।

নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন মমতা
মুকুল রায় বলেন, ভয় পেয়ে আগেভাগে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করুণ দশা। তিনি স্বস্তি পাচ্ছেন না। সব কাজ ফেলে তিনি নেমে পড়েছেন প্রচারে। তৃণমূলে ভাঙনের ইঙ্গিত পেতেই মমতা বন্দ্যোপাধ্যা স্থির হয়ে থাকতে পারছেন না।

ঠেলা সামলাচ্ছেন মমতা, কটাক্ষ মুকুলের
মুকুল রায় মনে করেন, বিজেপির কোনও প্রয়োজনই নেই আগেভাগে প্রচারে নামা। তৃণমূল কংগ্রেস এখন ঠেলা সামলাক। ক্ষমতা ধরে রাখার তাগিদ ওদের। তাই ওরা আগেভাগে নেমে পড়েছে ময়দানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শুভেন্দু-গড় মেদিনীপুরে সভা করেছেন। সভা করেছেন বাবুল সু্প্রিয়র খাসতালুক রানিগঞ্জে।

মমতার পাখির চোখ যখন মতুয়া ভোটে
মুখ্যমন্ত্রীর এদিন সভা করার কথা বনগাঁয়। মতুয়া ভোট ফেরানোর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে। ২০১৯ লোকসভায় বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুরের কাছে হেরেছিলেন তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুর। সাতটি বিধানসভা ক্ষেত্রের মধ্যে ছ'টিতে পিছিয়ে রয়েছে তৃণমূল। সেই হারানো জমি ফেরানোই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
'ফেক' হতে পারে কৈলাশের টুইট! উত্তরকন্যা অভিযানের ভিডিও নিয়ে সন্দেহ প্রকাশ