বিজেপি কর্মী উলেন রায়কে কি পেলেট আক্রমণ পদ্মশিবিরের মিছিল থেকেই! সিআইডি তদন্ত শুরুর পথে, জানাল পুলিশ
সোমবারের উত্তরকন্যা অভিযান নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি গোটা উত্তরবঙ্গ জুড়ে। সোমবারের ঘটনায় বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে এদিন ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধ। এদিকে রাজ্য পুলিশের দিকে বিজেপি এই হত্যাকান্ডের অভিযোগ তুলতেই , পুলিশের তরফে বড় ঘোষণা সামনে আসে।

বিজেপির মিছিল থেকেই উলেনকে টার্গেট করা হয়েছে!
এদিন সকালে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি টুইটে বলা হয়, 'মৃত ব্যক্তি শটগানে পেলেট আঘাত পেয়েছিলেন। যা ক্লোজ রেঞ্জ থেকে করা হয়।'পুলিশ জানিয়েছে বিক্ষোভ আয়োজন থেকেই একজন ব্যক্তি , উলেন রায়ের কাছাকাছি ছিলেন। আর সেই ব্যক্তির শটগানেই এমন ঘটনা ঘটেছে বলে টুইটে ইঙ্গিত করা হয়।
(প্রতীকী ছবি)

বিজেপির মিছিলে সশস্ত্র বাহিনী!
এরপরই রাজ্যপুলিশ দাবি করে , মিছিলে অস্ত্রধারীদের আনা অনুচিত কাজ হয়েছে। নিজেদের মিছিল থেকেই নিজেদের এভাবে গুলি করার ঘটনা আগে শোনা যায়নি বলেও রাজ্যপুলিশের টুইটে মন্তব্য করা হয়। এদিকে এর আগে , বিজেপির তরফে দিলীপ ঘোষ অভিযোগ তুলেছিলেন , বিজেপির মিছিলে তৃণমূলের কেউ ঢুকে এই গুলি চালিয়ে থাকতে পারেন।

সিআইডিকে তদন্তভার
এদিন রাজ্যপুলিশ জানিয়েছে, জেনে বুঝে উত্তরবঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে গোটা ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে সিআইডিকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি।

বিজেপির দাবি
এদিকে, বিজেপির তরফে সাফ ভাষায় জানানো হয়েছে, 'উলেন রায়ের গায়ে গুলি সামনে থেকে লেগেছে। ফলে বিজেপির মিছিলের সামনে কারা ছিল, তা সকলেই জানেন।' এভাবেই এটি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।