হাওড়া: কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লি ঘেরাও করে অবস্থান বিক্ষোভে লক্ষ-লক্ষ কৃষক। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। জট কাটাতে আগামী ৯ ডিসেম্বর ফের বৈঠক। ইতিমধ্যেই দিল্লিতে আন্দোলনকারীদের জন্য খাবার, জল নিয়ে এগিয়ে এসেছে গুরুদুয়ার, মসজিদ কমিটি-সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াল হাওড়ার পিএম বস্তি কমিউনিটি কিচেন।
শুক্রবার হাওড়ার পিএম বস্তি কমিউনিটি কিচেনের তরফে জয়রাজ ভট্টাচার্য দিল্লিতে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন। সারা ভারত কিষাণ সভার(AIKS) সাধারণ সম্পাদক তথা উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ হান্নান মোল্লার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন।
উল্লেখ্য, লকডাউন শুরুর পরের দিন থেকেই হাওড়ার পিএম বস্তিতে কমিউনিটি কিচেন শুরু করেন একদল তরুণ-তরুণী। তাঁদের মধ্যে বেশিরভাগই শিল্পী, অভিনেতা ও নাট্যকার। তাঁরা সম্মিলিত প্রয়াসে এই উদ্যোগকে আরও বৃহত্তর করে বাজেশিবপুর এলাকার বেশ কয়েকটি বস্তির অসহায় মানুষের জন্য নিয়মিত কমিউনিটি ক্যান্টিন চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিন প্রায় ৪০০ মানুষকে খাওয়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই কমিউনিটি কিচেনের উদ্যোক্তারা। কমিউনিটি কিচেনের অন্যতম উদ্যোক্তা ঋদ্ধি রীত জানান,”দিল্লিতে কৃষকদের অধিকার আদায়ের এই নিরন্তর লড়াইয়ে জল, খাবার সহ বিভিন্ন জিনিসের প্রয়োজন। যার জন্য প্রয়োজন বিপুল অর্থ। কৃষকদের এই লড়াইকে সমর্থন জানিয়ে আমাদের পক্ষ থেকে আপাতত নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হল। আগামী দিনেও আমরা এই লড়াইয়ের সাথে থাকব।”
লক্ষ-লক্ষ কৃষক দিল্লি ঢোকার পথ ঘেরাও করে অবস্থান করে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাঁচ দফা আলোচনাতেও মেলেনি সমাধান। ৯ ডিসেম্বর ফের কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।