• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাইডেনের হাতেই পেন্টাগনে নতুন ইতিহাস! প্রথম মার্কিন প্রতিরক্ষা সচিবের দায়িত্বে কৃষ্ণঙ্গ সেনানী

  • |

ক্ষমতায় আসতে না আসতেই মার্কিন প্রশাসনে একাধিক বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ জো বাইডেন। এর আগেও একাধিক মন্ত্রক ও দফতরের শীর্ষ পদে বসিয়েছেন একাধিক গণ্যমান্য ইন্দো-আমেরিকান, অ্যাফ্রো-আমেরিকান রাজনীতিবিদকে। এমতাবস্থায় এবার পেন্টাগণেও বড়সড় রদবদলের সিদ্ধান্ত বাইডেনের।

মার্কিন প্রশাসনের ইতিহাসে নয়া ইতিহাস

মার্কিন প্রশাসনের ইতিহাসে নয়া ইতিহাস

সূত্রের খবর, আমেরিকার ইতিহাসে বাইডেনের হাত ধরেই প্রথম পেন্টাগন শাসনের দায়ভার পেতে চলেছেন কোনও কৃষ্ণাঙ্গ সেনানী। সূত্রের খবর, আমেরিকার নতুন প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পেতে পারেন অবসর প্রাপ্ত আর্মি জেনারেল লয়েড অস্টিন। যদিও এখনও সরকারি ভাবে এই বিষয়ে কোনও ঘোষণা করা না হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

 কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে একাধিকবার উত্তাল হয়েছে আমেরিকা

কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে একাধিকবার উত্তাল হয়েছে আমেরিকা

প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাম্প হোক বা পূর্ববর্তী মার্কিন শাসক, কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে এর আগে একাধিকবার উত্তাল হয়েছে আমেরিকা। এমনকী চলতি বছরেই আমেরিকার শেতাঙ্গ পুলিশের হাতে অ্যাফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড ঘিরে উত্তাল হয়ে ওঠে আমেরিকা। যার রেশ আজও বর্তমান। এমনকী সদ্য সমাপ্ত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পতনকে আমেরিকার এই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন অনেকটাই ত্বরাণ্বিত করেছিল বলে মত অনেক রাজনীতিবদেরই।

২০১৬ সালেই সেনা জীবন থেকে অবসর লয়েডের

২০১৬ সালেই সেনা জীবন থেকে অবসর লয়েডের

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৩ সালে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের শীর্ষ পদে ছিলেন লয়েড অস্টিন। ওই সালেরই মার্চে তৃতীয় ইনফ্রান্সটি ডিভিশন কম্যান্ডার পদেরও দায়িত্ব সামলেছিলেন তিনি। আর ওসহজ ভাবে বললে এর আগে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে মার্কিন সেনায় একাধিক গুরু দায়িত্ব সামলেছেন এই বরিষ্ঠ সমরাধিকারিক। পরবর্তীতে ২০১৬ সালেই সেনা জীবন থেকে পাকাপাকি ভাবে অবসর নেন ৬৭ বছরের লয়েড।

আমেরিকায় বাড়ছে ইন্দো-আমেরিকান, অ্যাফ্রো-আমেরিকানদের গুরুত্ব

আমেরিকায় বাড়ছে ইন্দো-আমেরিকান, অ্যাফ্রো-আমেরিকানদের গুরুত্ব

এদিকে এই নির্বাচনেই আমেরিকার ইতিহাসেই প্রথম কৃষ্ণাঙ্গ উপরাষ্ট্রপতি হয়ে নতুন রেকর্ড গড়েছেন কমলা হ্যারিস। অন্যদিকে গত কয়েক মাস আগেও যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে উত্তাল আমেরিকা তখনও নির্বাচনী প্রচার থেকেই একাধিকবার কৃষ্ণাঙ্গদের অধিকারের পক্ষে সওয়াল করেন ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন। এমনকী ক্ষমতায় এলে সর্বতভাবে তাদের পাশে দাঁড়ানোরও বার্তাদেন। প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকার জনসংখ্যা একটা বড় অংশই বর্তমানে ইন্দো-আমেরিকান, অ্যাফ্রো-আমেরিকান বা দক্ষিণ এশীয় কমিউনিটির। তার ভোটে জেতার পর প্রতিশ্রুতি পূরণেই বাইডেন পেন্টাগনের শীর্ষ পদে লয়েডকে বসালেন বলেই মনে করছেন অনেকে।

'ভি-ডে’ উদযাপনের মেজাজে গোটা ব্রিটেন! ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধকে দিয়েই শুরু হল প্রথম টিকাকরণ

English summary
Lloyd Austin, a black man, was appointed Secretary of Defense by Joe Biden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X