মেদিনীপুর: বিধানসভা ভোটের ঠিক আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলছে রাজ্যের জেলায়-জেলায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দফতর চত্বরে সেই কর্মসূচিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্তব্যরত সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কয়েকজন উপভোক্তার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী।

‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে আমজনতার আরও কাছে পৌঁছে যেতে চাইছে সরকার। ডিসেম্বরের শুরু থেকে রাজ্যের জেলায়-জেলায় চলছে এই কর্মসূচি।

স্বাস্থ্যসাথী-সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে ব্লকে-ব্লকে ক্যাম্প করছেন সরকারি আধিকারিকরা। সাধারণ মানুষ সেই ক্যাম্পে গিয়ে সরকারি পরিষেবার অন্তর্ভুক্ত হতে আবেদন করছেন। গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে এই কর্মসূচি।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দফতর চত্বরে সেই কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন কর্তব্যরত সরকারি আধিকারিকদের সঙ্গে।

সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি এদিন উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নানা অভাব-অভিযোগের কথা এদিন শুনিয়েছেন উপভোক্তারা। সেই শিবির থেকেই বেশ কয়েকজন উপভোক্তার হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।