• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সীসা ও নিকেল কারণ হতে পারে অন্ধ্রপ্রদেশের অজানা রোগের, রিপোর্ট জমা মুখ্যমন্ত্রীর কাছে

অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরের অজানা রহস্যজনক রোগের কারণ জানা গেল। পানীয় জল ও দুধে সীসা ও নিকেল উপাদানের উপস্থিতিতেই এই অজানা রোগের উৎস,যার জন্য রবিবার একজন মারা গিয়েছেন এবং ৫০০–এর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ

মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ

মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির কাছে এইমস ও অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিতর্তারা প্রাথমিকভাবে তাঁদের পরীক্ষায় পাওয়া রিপোর্ট জমা দিয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এইমসের বিশেষজ্ঞদের দ্বারা একটি রিপোর্টে বলা হয়েছে যে সীসা ও নিকেল এই রহস্যজনক রোগের মূল উৎস।

রোগের উপসর্গ

রোগের উপসর্গ

এই রোগে আক্রান্ত হলে ফিট ও বমি বমি ভাবের পর আচমকা মানুষ অচৈতন্য হয়ে পড়ে। শনিবার রাত থেকে হঠাৎই ইলুরু শহরে এই রোগ দেখা দেয়। জিজিএইচ চিকিৎসকদের মতে, এই রোগের উপসর্গ হল ৩-৫ মিনিটের জন্য মৃগী, কিছুক্ষণের জন্য স্মৃতিশক্তি উধাও, উদ্বেগ, বমি বমি ভাব, মাথা ব্যাথা ও পিঠে যন্ত্রণা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমক্যাল টেকনোলজি সহ অন্যান্য ইনস্টিটিউটে বেশ কিছু টেস্ট হয়েছে এবং ফলাফলে অপেক্ষায় রয়েছে সকলে।

 সুস্থ হয়ে উঠছেন অনেকে

সুস্থ হয়ে উঠছেন অনেকে

মুখ্যমন্ত্রী তাঁর অধীনস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে রোগীদের দেহে উপস্থিত ভারী ধাতব সামগ্রী তদন্ত করে দেখা হবে এবং চিকিৎসার পদ্ধতি ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হবে। প্রসঙ্গত, ৫০৫ জন অসুস্থর মধ্যে ৩৭০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং ১২০ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। বাকি ১৯ জনকে আরও ভালো চিকিৎসার জন্য বিজয়ওয়াড়া ও গুন্টুরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগ করা বিশেষজ্ঞরা ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক একটি তিন সদস্যের দল মঙ্গলবার ইলুরুতে এসে নমুনা সংগ্রহের জন্য ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলি ঘুরে দেখে।

 ইলুরু শহর জীবাণুমুক্ত করা হচ্ছে

ইলুরু শহর জীবাণুমুক্ত করা হচ্ছে

উপ মুখ্যমন্ত্রী (‌স্বাস্থ্য)‌ একেকে শ্রীনিবাস জানিয়েছেন যে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে উঠেছেন এবং অযথা আতঙ্কের কোনও কারণ নেই। তিনি এও জানিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সি তাদের রিপোর্ট জমা দেওয়ার পরই এই অজ্ঞাতপরিচয় রোগের কারণ জানা যাবে। বিশেষ জীবাণুমুক্তের কাজ চলছে ইলুরু শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায়। এইসব এলাকার মানুষই এই অজানা রোগে আক্রান্ত হয়েছেন। ইলুরু শহরের প্রতিনিধি শ্রীনিবাস মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন এবং পানীয় জলের জলাধার জীবাণুক্ত করার পদ্ধতি নিজের তত্ত্বাবধানে করান।

কলকাতাঃ বিজেপিকে আটকাতে তৃণমূলের গুন্ডা ছিল পুলিশের সাথে, দাবি শমীক ভট্টাচার্যের

শুভেন্দু কোলাঘাটে কার সঙ্গে গোপন বৈঠক সারলেন, গুঞ্জন শুরু নয়া পথ রচনার

English summary
The report was submitted to the Chief Minister stating the primary cause of the unknown disease in Andhra Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X