বাংলায় করোনা আক্রান্ত ফের লাফিয়ে বাড়ল, করোনাজয়ীর সংখ্যা পৌনে ৫ লক্ষ ছাড়াল
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের এক লাফে বেড়ে হল প্রায় তিন হাজার। টেস্টিং বাড়তেই সংক্রমিতের সংখ্যাও বাড়ল। দৈনিক সুস্থের সংখ্যাও অবশ্য বেড়েছে বাংলায়। করোনা আক্রান্তের সংখ্যা নয় নয় করে ছাড়িয়ে গিয়েছে পাঁচ লাখ। রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পৌনে পাঁচ লক্ষ।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫ হাজার ৫৪ জন। এদিন ২৯৪১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭ হাজার ৯৯৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮২০। এদিন মৃত্যু হয়েছে ৪৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭ হাজার ৯৯৫ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৩ হাজার ৭৫০ জন। এদিন ৭৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৭১ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৭৫ হাজার ৪২৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.৫৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬২ লক্ষ ১১ হাজার ৫৩৭ জনের। ৯৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৯০১৭। এদিন টেস্টিং হয়েছে ৪৪২৩০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১১২৮৫৮। এদিন ৭১০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১০৬৪০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬০২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৩ জন বেড়ে হয়েছে ৩৩৪৬৬। হাওড়ায় আক্রান্ত ৩২৪১২। এদিন আক্রান্ত হয়েছেন ২০৫ জন। হুগলিতে ২০৬ জন বেড়ে আক্রান্ত ২৬২৬৪ জন।