• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপির শট গানেই বিজেপি কর্মীর মৃত্যু, সায়ন্তনের অভিযোগের পাল্টা জবাব পঞ্চায়েতমন্ত্রী

মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। নিজেদের আনা শট গানেই নিজেদের কর্মীকে মেরেছে তারা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পুলিসের কাছ থেকে ময়নাতদন্তের যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে শর্টগানে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই শট গান বা ছররা বন্দুক পুলিস ব্যবহার করে না বলে দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী। উল্টে বিজেপি কর্মীরা গতকাল উত্তরকন্যা অভিযানে পুলিসকে গুলি চালানোর প্ররোচনা দিয়েছিল বলে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক।

বিজেপির শট গানেই মৃত্যু

বিজেপির শট গানেই মৃত্যু

পুলিসের গুলিতে নয় বিজেপি শট গানই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন, যে গুলি বিজেপি কর্মীর দেহ থেকে পাওয়া গিয়েছে সেই বন্দুক পুলিস ব্যবহার করে না। মিছিলে শট বন্দুক নিয়ে এসেছিল বিজেপি কর্মীরা। নিজেদের কর্মীকে খুন করে তা নিয়ে রাজনীতি করছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন পঞ্চায়েত মন্ত্রী।

পুলিসকে গুলি চালাতে প্ররোচনা

পুলিসকে গুলি চালাতে প্ররোচনা

শট গান নিেয় এসে বিজেপি কর্মীরা পুলিসকে গুলি চালাতে প্ররোচনা দিয়েছিল। কিন্তু তাতে পা দেয়নি পুলিস। অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। উত্তরকন্যা অভিযানের সময় অথ্যন্ত প্রশংসনীয় ভাবে পুলিস কাজ করেছে বলে সাংবাদিক বৈঠকে বলেছেন তিনি। এদিন রাজ্যপুলিসের পাঠানো রিপোর্টও পড়ে শুনিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। যদিও বিেজপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে পুলিস মিছিলে হুলি চালিয়েছিল। কিন্তু পুলিস কোনও বন্দুক ব্যবহার করেনি বলে দাবি করেছে।

ক্ষমতার জন্য পাগল বিজেপি

ক্ষমতার জন্য পাগল বিজেপি

বিজেপি ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে বিলে এদিন আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সেকারণেই নিজেদের কর্মীকে খুন করে তা নিয়ে রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ করেছেন সুব্রত মুখোপাধ্যায়। বিজেপি কর্মীর ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছিল। যিনি মারা গিয়েছেন তাঁর কাছেও বন্দুক ছিল বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। কাজেই এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি কর্মীদের বাস্তবটা।

দোষ ঢাকতে সিআইডি তদন্ত

দোষ ঢাকতে সিআইডি তদন্ত

এদিকে বিজেপি নেতা সায়ন্তন বসু দাবি করেছেন পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। ময়নাতন্তের রিপোর্ট লোকানো হচ্ছে। পুলিসের দোষ ঢাকতেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্য পুলিসের তরফে টুইট করে জানানো হয়েছিল শর্ট গানে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বিজেিপ কর্মী। পুলিস সেই গুলি চালায়নি এর থেকেই স্পষ্ট হয়ে যায়।

বিজেপির শর্ট গানেই বিজেপি কর্মীর মৃত্যু, সায়ন্তনের অভিযোগের পাল্টা জবাব পঞ্চায়েতমন্ত্রী

English summary
TMC minister Subrata Mukherjee claimed BJP worker died with short gun which used by BJP workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X