কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কৃষকদের সঙ্গে বৈঠক শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও হ্যাঁ অথবা না জবাবে দাবি করে চলেছেন কৃষকরা। তাঁরা কৃষিবিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে। ভারত বনধের সাফল্য দেখেই মোদী সরকার তড়িঘড়ি বৈঠক ডেকেছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। আজ দিনভর ভারত বনধকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল দেশের একাধিক জায়গা। রেলরোকো েথকে শুরু করে পথ অবরোধ দিনভর একাধিক কর্মসূচি করেছেন কৃষকরা। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি রাজনৈিতক দল।

অমিত শাহের সঙ্গে বৈঠক
অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। এবারও তাঁরা সরকারের কাছ থেকে হ্যাঁ অথবা না-তে জবাব দাবি করেছে। এখনও তাঁরা কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। বৈঠক শেষে গভীর রাতে দিল্লি হরিয়ানা সীমানায় বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে বৈঠক করতে পারেন কৃষক প্রতিনিধিরা। এদিকে বিজেপির একাধিক নেতা মন্ত্রী কৃষক বিক্ষোভে বিরোধীদের ইন্ধন নিয়ে সরব হয়েছে।

সফল ভারত বনধ
কৃষকদের ডাকে ভারত বনধ সফল। উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন কৃষকদের প্রতিবাদে সাড়া দিয়েছে মানুষ। এতেই গর্বিত আমরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন, সফল হয়েছে ভারত বনধ। এতে গোটা দেশে কৃষকদের একতা প্রকাশ্যে এসেছে। দেশের ১৬টি রাজনৈতিক সংগঠন কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নেমেছিল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট পার্লামেন্ট প্যানেলে বিলটি পুনর্বিবেচনার জন্য পাঠানোর কথা বলেছেন।

বিজেপির আক্রমণ
কংগ্রেস এবং বিরোধীরা কৃষক আন্দোলনকে ভুল পথে চালনা করছে বলে অভিযোগ করেছেন রাজস্থানের বিজেপি প্রধান। প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছেন, বিরোধীরা অকারণে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। নিজেরা কৃষকদের স্বার্থ দেখেন না আর এখন আন্দোলনে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেেছন জাভড়েকর।

দিনভর উত্তাল দেশ
কৃষকদের ডাকে ভারত বনধে দিনভর উত্তেজনা ছড়ায় দেশের একাধিক জায়গায়। রেলরোকো, পথ অবরোধ থেকে শুরু করে দোকান বাজার বন্ধ করা একাধিক বিক্ষোভের ছবি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গেও ভারত বনধের প্রভাব পড়েছে। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় পছ অবরোধ, রেল অবরোধ করেছে বামপন্থী সংগঠনগুলি। দোকান বাজার বন্ধ করা হয়েছে জোর করে। পিকেটিং হয়েছে একাধিক জায়গা। তৃণমূল কংগ্রেসও বনধকে নৈতিক সমর্থন জানিয়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেছে।