কলকাতা: অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে পশুপ্রেমী তা সর্বজনবিদিত। প্রতিবেশীদের হাজার কথা শোনার পরেও তিনি নিয়ম করে এলাকার পথকুকুরদের খাওয়ান। অবলাদের জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক বার তিনি সরব হয়েছেন। তবে শুধু খাবার নয়, নিজের জীবনের সুখ আনন্দটাও তিনি ভাগ করে নেন অবলাদের সঙ্গে। তাই একমাত্র মেয়ের জন্মদিনেও ওদের পেট ভরিয়ে সুস্বাদু খাবার খাওয়ালেন শ্রীলেখা।
৭ ডিসেম্বর শ্রীলেখার মেয়ে ঐশীর জন্মদিন ছিল। কিন্তু তিন দিন আগে থেকেই নাকি জন্মদিন পালন শুরু হয়ে যায়। শ্রীলেখা এক সংবাদমাধ্যমের কাছে জানাচ্ছেন, তাঁর মেয়ে নাকি একেবারেই বেশি ভিড় পছন্দ করে না। পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গেই নাকি সময় কাটাতে বেশি পছন্দ করে সে।
শ্রীলেখা জানিয়েছেন, তাঁর মেয়েও পশুপ্রেমী। আর তাই ইতিমধ্যেই ঐশী নিরামিষাসীতে পরিণত হয়েছে। জন্মদিনের মেনুতেও সেই জন্য ছিল সুস্বাদু নিরামিষ খাবার। আর সঙ্গে পথকুকুরদেরও পেট ভরিয়ে জন্মদিনে খাইয়েছেন মা ও মেয়ে। তবে এই চল নতুন নয়। প্রতিবছরই ঐশীর জন্মদিনে খাওয়া দাওয়া করে রাস্তায় থাকা কুকুর বিড়ালরা। আর জন্মদিন উপলক্ষে এই দিনগুলিতে তাদের পাতেও থাকে বিশেষ মেনু।