মুম্বই: এক সময়ে বলিউডের হার্টথ্রব ছিলেন অভিনেতা ফারদিন খান। এর পরে অভিনয় জগত থেকে বহু দূরে চলে যান তিনি। কিন্তু সম্প্রতি তিনি আবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কারণ এক নিমেষে তিনি কমিয়ে ফেলেছেন ১৮ কেজি ওজন। আর তাই দেখে অবাক নেটিজেন।

বছর খানেক আগেও ফারদিন যখন পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন, তখনও তাঁর ওজন ছিল অনেকটাই। দেখা গিয়েছিল, এক সময়ের হার্টথ্রবের শরীরে জমেছে অনেক মেদ। কিন্তু সম্প্রতি তাঁকে পরিচালক মুকেশ ছাবড়ার অফিস থেকে বেরোতে দেখা যায়। সেই ছবি দেখেই তাঁর ভক্তরা অবাক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের সাক্ষাৎকারে ফারদিন জানিয়েছেন তিনি গত ৬ মাসে মোট ১৮কেজি ওজন কমিয়েছেন। আর তার পর থেকে নিজেকে অনেকটাই কম বয়সি অনুভব করছেন বলেও তিনি জানান।

ফারদিন বলেছেন, আমি শারীরিক ভাবে নিজেকে সুস্থ করতে চেয়েছি। বয়সের সঙ্গে সঙ্গে শরীরেও নানা পরিবর্তন হয়। আমার আবার সুস্থ অনুভব করতে ইচ্ছে হয়েছে। তিনি আরও বলেন, আমি ঠিক করে খাওয়া দাওয়া করতে শুরু করি। সঙ্গে ওয়ার্কআউট শুরু করি। গত ৬ মাসে আমি ১৮কেজি ওজন কমিয়েছি। আমাদের ইন্ডাস্ট্রিতে নিজেকে সবচেয়ে সুস্থ ও সুন্দর দেখানোটা প্রয়োজন।

অতীতে সোশ্যাল মিডিয়ায় বডিশেমিং এর শিকার হয়েছেন ফারদিন। ওজন বেড়ে যাওয়ায় বহু বার ট্রোলড হয়েছেন তিনি। ২০১৬ সালে ট্রোলিং এর জন্য সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়াও জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, লজ্জিত নই। লজ্জা লাগছে না। কোনও দুঃখ বা অবসাদও নেই। অন্ধও নই। খুশি?

প্রসঙ্গত ফারদিনের এই ওজন কমানোর ঘটনায় অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। পেয়ার তুনে কেয়া কিয়া, জাঙ্গল এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১০ এ দুলহা মিল গয়া ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল। জানা যাচ্ছে ১০ বছর পরে আবার বলিউডে ফিরতে চলেছেন তিনি।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।