কলকাতা: লকডাউনের মধ্যেই সুখবর দিয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন আরুণ্যা। একরত্তির বয়স এখন তিন মাস।
তিন মাস পূর্ণ হওয়া উপলক্ষে কেক কাটল আরুণ্যা। সেই ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। আকাশি রঙের ফ্রকে ফুটফুটে আরুণ্যাকে নিয়ে ছবি শেয়ার করেছেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর মা হয়েছেন অঙ্কিতা। লকডাউনের জন্য শ্বশুরবাড়ি গুয়াহাটিতেই ছিলেন। গর্ভবতী অবস্থাতেও কলকাতায় মা বাবার কাছে আসা হয়নি। গুয়াহাটির এক বেসরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দেন। তবে আপাতাত একরত্তি মেয়েকে নিয়েই কাটছে সারাদিন মায়ের। মা হওয়ার খবর অভিনব কায়দায় দিয়েছিলেন অভিনেত্রী।
সদ্যজাতের হয়ে অঙ্কিতা লিখেছিলেন, “হ্যালো ওয়ার্ল্ড! আমি যে পৃথিবীতে এসেছি এই খবরটা আমার মা তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে বলেছে। কারণ মা নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। আমি মাকে খুব ভালোবাসি। তাই তার কথা শুনছি। আমি এই পৃথিবীতে সকাল ১০.৩০টায় এসেছি এবং চারপাশের সবকিছুকে বোঝার চেষ্টা করছি। নার্সরা বলছিলেন আমি নাকি খুব সুন্দর হয়েছি। আমার ওজন ২.৭ কেজি এবং আমি আর মা ভালো আছি।”
অঙ্কিতার এই পোস্ট ফেসবুকে প্রকাশ হতেই সবাই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। প্রসঙ্গত, লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। ভেবেছিলেন কয়েকদিনের মধ্যে ফিরে আসবেন কলকাতায়। কিন্তু তারপরেই শুরু হয়ে যায় লকডাউন। ফলে সেখানে আটকে পড়েন তারা। লকডাউন এর মাঝেই মা হওয়ার সুখবর জানিয়েছিলেন অঙ্কিতা। তাই এই গোটা সময়টা শ্বশুর বাড়িতেই কেটেছে তার। এই সময় বাবা মাকে মিস করেছেন তিনি। কলকাতার জন্য মন খারাপ করেছে বলে জানিয়েছিলেন। তবে অবশেষে অপেক্ষার অবসান। কারণ কোল আলো করে অঙ্কিতার কাছে এসেছে এক সদ্যজাত কন্যা সন্তান।